JAMIE MACLAREN NOT SIGNED YET- দু নৌকায় পা দিয়ে মোহনবাগানকে ঝুলিয়ে রেখেছেন ম্যাকলারেন, সৌদির দিকে ঝুঁকে!

আগামী মরশুমের জন্য দল গঠন প্রায় চূড়ান্ত পর্যায় মোহনবাগান সুপার জায়ান্টসের। প্রত্যেকবারের মতো এবারেও তারকাখচিত দল গড়তে চলেছে সবুজ মেরুন শিবির। ফুটবলার নেওয়ার ক্ষেত্রে কখনই সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা কোনওরকম কার্পন্য করেননা।  বিশ্বকাপে খেলা জ্যাসন কামিন্সকে দলে নিয়ে গতবারই মোহনবাগান সুপার জায়ান্টসের কর্তারা বুঝিয়ে দিয়েছিলেন, তাঁদের টার্গেট শুধু দল গড়া নয়, চ্যাম্পিয়ন হওয়া। ২০২২-২৩ মরশুমে আইএসএলের নকআউট চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, গত মরশুমে অর্থাৎ ২০২৩-২৪ মরশুমে অধরা আইএসএল শিল্ড জিতে ফেলেছে সবুজ মেরুন শিবির। ঘরের মাঠে মুম্বই সিটিকে হারিয়ে শিল্ড জিতেছিল বাগান, ফলে এএফসিতে বড় মঞ্চে এবার খেলবে বাগান, সেই লক্ষ্যেই শক্তিশালী দল গড়া শুরু করে দিলেন বাগান কর্তারা, ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান জেমি ম্যাকলারেনের কাছে চুক্তিপত্র চলে গেছে বাগানের তরফে। 

আরও পড়ুন-‘এভাবে ছিটকে যাওয়া লজ্জার,ফিফার উচিত নজর দেওয়া’! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্টিম্যাচ

টিম ক্যাহিলেরে দেশের জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা স্ট্রাইকার বর্তমানে। এতদিন এ লিগে চুটিয়ে খেলেছেন, সম্প্রতি বাগানের থেকে বিপুল পরিমাণ অর্থ চেয়ে বসেন। সেই চাহিদা পূরণে রাজিও হয়েছে সবুজ কর্তারা, কিন্তু এখনও ভারতে খেলার ব্যাপারে কিছুটা দোটানায় রয়েছেন অজি ফরওয়ার্ড। আসলে ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ রয়েছে, তার আগে ভারতে খেলতে এলে তাঁর পোর্টফোলিওতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এই ভেবে সৌদি আরবের এই ক্লাবের প্রস্তাব পেয়ে আপাতত বাগানের পাঠানো চুক্তিপত্রে সই করেননি মেলবোর্ন সিটি এফসিতে খেলে আসা ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার। মেলবোর্নে তিনি থাকছেন না, সেটা আগেই জানা গেছে। কিন্তু নতুন গন্তব্য কলকাতা না সৌদি, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না কামিন্সের দেশের ফরওয়ার্ড।

আরও পড়ুন-'ওদের হারানোর জন্য তৈরি আছি', পাকিস্তানকে হারানোর পর এবার ভারতকে হুঙ্কার জোনসের

শোনা যাচ্ছে এএফসিতে খেলার জন্য শক্তিশালী দল গঠন করছে বাগান। তাই জাতীয় দলের সতীর্থ কামিনসকে দিয়েই ম্যাকলারেনকে বোঝানোর চেষ্টা চালাচ্ছেন বাগান কর্তারা। ইতিমধ্যেই তাঁকে মেল মারফত চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে এমবিএসজি। বাগান কর্তারাও মনে করছেন, দ্রুত চু্ক্তিপত্রে সই করে দেবেন ম্যাকলারেন। কারণ দীর্ঘ আলোচনার পর তাঁর আর্থিক চাহিদা মিটিয়েই অজি স্ট্রাইকারকে প্রস্তাব পাঠিয়েছেন কর্তারা। 

আরও পড়ুন-খারাপ পারফরমেন্স,পোড়া কপাল! মিরাকেল ছাড়া টি২০ বিশ্বকাপে থাকা হচ্ছে না শ্রীলঙ্কার

এদিকে সৌদিতে অনেক তারকা খেলতে যাওয়ায়, সেখানে খেলার দিকে মন পড়ে আছে ম্যাকলারেনের। আপাতত বাগান কর্তারা অপেক্ষা করলেও, আগামী দিন দশেকের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। যদি সই করার ক্ষেত্রে একইরকম ঢিলেমি ম্যাকলারেন দেখান, সেক্ষেত্রে বিকল্প ফুটবলারের ব্যবস্থা রাখছেন নতুন আসা হাইপ্রোফাইল কোচ জোসে মোলিনা।

2024-06-12T07:14:41Z dg43tfdfdgfd