MOHUN BAGAN NEW HEAD COACH: ATK-র প্রাক্তনীকে হেড কোচ করল মোহনবাগান! দায়িত্বে থাকছেন না হাবাস

মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ থাকছেন না আন্তোনিও হাবাস লোপেজ। তাঁর পরিবর্তে স্পেনেরই জোসে মোলিনাকে হেড কোচ করে আনল সবুজ-মেরুন ব্রিগেড। তবে মোলিনার কাছে কলকাতা পুরোপুরি অচেনা বা অজানা নয়। কারণ তিনি ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) অ্যাটলেটিকো ডি কলকাতার (এটিকে) কোচ ছিলেন। এখন আর এটিকের অস্তিত্ব না থাকলেও আইএসএলের মঞ্চে প্রত্যাবর্তন হল সেই স্প্যানিশ কোচের। যিনি গত তিন বছর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টেকনিকাল ডিরেক্টর পদে ছিলেন। তবে এবারের চ্যালেঞ্জটা তাঁর কাছে একেবারেই আলাদা হতে চলেছে। ২০১৬ সালে তাঁর কোচিংয়ে এটিকে আইএসএল জিতলেও সেই দলের উপর সমর্থকদের তেমন চাপ ছিল না। কিন্তু এখন তিনি মোহনবাগানের কোচ। কোটি-কোটি সমর্থকদের চাপ সামলে কীভাবে তিনি সবুজ-মেরুন ব্রিগেডকে সাফল্য এনে দেন, সেদিকে নজর থাকবে সকলের। 

(বিস্তারিত পরে আসছে)

2024-06-11T13:56:54Z dg43tfdfdgfd