QATAR'S SHOCKING GOAL AGAINST INDIA: মাঠের বাইরে পুরো বল, তাও গোল দিলেন রেফারি! কাতারে ভারতের সঙ্গে ডাকাতি হল- ভিডিয়ো

চুরি নয়, ডাকাতি- কাতারে ভারতের সঙ্গে ‘ডাকাতি’ হল। তাও পাড়ার কোনও ফুটবল ম্যাচে নয়, ফিফা বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের ম্যাচে সেরকম ‘ডাকাতি’ হল। যে বলটা স্পষ্টতই মাঠের বাইরে বেরিয়ে গিয়েছিল, সেটায় গোল দিলেন রেফারি। তিনি ছাড়া সম্ভবত সবাই জানতেন যে বলটা মাঠের বাইরে বেরিয়ে গিয়েছিল। তারপর কাতারের খেলোয়াড় আহমেদ আলায়েদিন বলটা ভিতরের দিকে ঠেলে দেন। যে বল থেকে গোল করে যান ইউসুফ আয়মেন। আলায়েদিন এবং আয়মেনের মুখভঙ্গি দেখেই স্পষ্ট বোঝা গিয়েছিল যে তাঁরা জানতেন, বলটা মাঠের বাইরে চলে গিয়েছে। সম্ভবত তাঁরাও ভাবতে পারেননি যে রেফারি ভালোবাসায় মুড়িয়ে তাঁদের এত বড় ‘উপহার’ দেবেন। কারণ ওই গোলের সুবাদেই ম্যাচে কামব্যাক করে কাতার। আর শেষপর্যন্ত ২-১ গোলে ভারতকে হারিয়ে দেয়। সেই হারের ফলে স্বপ্নভঙ্গ হল ভারতের।

‘ডাকাতি’ গোল কাতারের

মঙ্গলবার কাতারের বিরুদ্ধে লালিয়ানজুয়ালা ছাংতের ৩৭ মিনিটের গোলে এগিয়ে যায় ভারত। ১-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় টিম ইন্ডিয়া। তারপরও প্রায় ৩০ মিনিট লিড ধরে রেখেছিল। কিন্তু ৭৩ মিনিটে রেফারির ডাকাতি এবং কাতারের খেলোয়াড়দের নির্লজ্জতায় খেলায় সমতায় ফিরে আসে। যাঁরা স্পোর্টসম্যানশিপ তো দূর অস্ত, ফুটবলের আইনকেও বুড়ো আঙুল দেখান।

(বিস্তারিত পরে আসছে)

2024-06-11T18:12:35Z dg43tfdfdgfd