কিংস কাপের ফাইনাল হারের পর মাঠেই কান্নায় ফেটে পড়লেন রোনাল্ডো, ভিডিয়ো

এই চিত্রটা হয়ত কোনও রোনাল্ডোভক্তই দেখতে চাইবেন না। মাঠের মধ্যেই অঝোরে কাঁদছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আসলে রোনাল্ডো এমনই, বাইরে থেকে যতটা শক্ত, ভিতর থেকে ততটাই নরম। সৌদির ক্লাব আল নাসেরে কয়েক বছর হল তিনি যোগ দিয়েছেন। রোনাল্ডোর আসার পর থেকেই সৌদিমুখী হয়েছেন একাধিক বড় তারকা, সেই তালিকায় রয়েছে করিম বেঞ্জিমা, নেইমারের মতো নামও। তবে তাঁরা গেছেন অন্য দল। এদিকে রোনাল্ডো দলে যোগ দিয়ে নিজে অসাধারণ পারফরমেন্স করলেও দলের বড় সাফল্য নেই বললেই চলে। এবারের সৌদি ফুটবল মরশুমের শেষ ম্যাচ ছিল কিংস কাপের ফাইনাল। সেখানেই মুখোমুখি হয়েছিল দুই সেরা দল আল নাসের এবং আল হিলাল। কিন্তু ফাইনালে দলকে জেতাতে পারলেন না সিআরসেভেন, এরপরই মাঠে কেঁদে ফেললেন পর্তুগিজ সুপারস্টার।

আরও পড়ুন-আদালতে টিকল না মারাদোনার পরিবারের যুক্তি... আগামী সপ্তাহেই নিলামে বিশ্বকাপের গোল্ডেন বল

দলের প্রতি কতটা দায়বদ্ধ হলেও এমন তারকার চোখে জল চলে আসে, সেটাই বোঝা গেল শুক্রবার রাতে। সৌদি কাপের ফাইনালে ৭ মিনিটেই পিছিয়ে পড়েছিল আল নাসের। গোল করে আল হিলালকে এগিয়ে দিয়েছিলেন মিত্রোভিচ। ম্যাচের শেষ লগ্নে আয়মান ইয়াহ গোল করে রোনাল্ডোর দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময় খেলার ফল অমিমাংসিত থাকার পর অতিরিক্ত সময়ও গোলের দেখা পায়নি কোনও দল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। দীর্ঘ টাইব্রেকার শেষে ৫-৪ গোলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় মিত্রোভিচ, রুবেন নেভেসদের আল হিলাল। টাইব্রেকারে রোনাল্ডো গোল করলেও বাকি ফুটবলাররা দলের হয়ে জয় নিশ্চিত করতে পারেননি।

আরও পড়ুন-অলিম্পিক্সে ভারতের পতাকা বহনের দায়িত্ব নিয়ে বিতর্ক...অবশেষে মুখ খুললেন শরৎ কমল

আল হিলালের বিপক্ষে হারের পর ট্রফিহীন মরশুম শেষ হতেই মাঠে রোনাল্ডোর চোখে জল চলে আসে। মাঠের মধ্যেই ভেঙে পড়েন সিআরসেভেন, যা বিরল। এর আগে বহু প্রতিযোগিতায় হারলেও রোনাল্ডোকে এভাবেও কাঁদতে দেখা যায়নি কখনও। এমনটি কাতার বিশ্বকাপে পর্তুগাল ছিটকে যাওয়ার পরে চোখে জল আসলেও নিজেকে কিছুটা সামলে রেখেছিলেন রোনাল্ডো, কিন্তু এদিন তিনি পারলেন না। এবারে সৌদি ফুটবলে এক মরশুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন ৩৯ বছর বয়সী রোনাল্ডো। কিন্তু দলের হার মেনে নিতে পারলেন না তিনি।

আরও পড়ুন-নরওয়েতেই মধুর প্রতিশোধ, ক্লাসিকাল দাবায় কার্লসেনকে হারালেন ১৮ বছরের প্রজ্ঞানন্দ

এক্ষেত্রেও রোনাল্ডোর হারের কারণ মরক্কান গোলরক্ষক ইয়াসিন বোনো, যাদের বিরুদ্ধে বিশ্বকাপের হারতে হয়েছিল পর্তুগালকে। এদিকে আল নাসের ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আগামী মরশুমেও দলের সঙ্গেই থাকছেন সিআরসেভেন।

2024-06-01T08:17:40Z dg43tfdfdgfd