SL VS SA: নর্জের ঝাঁজে কেঁপে গেল দ্বীপরাষ্ট্র, লো স্কোরিং থ্রিলারে লঙ্কা বধ দক্ষিণ আফ্রিকার

Sri Lanka vs South Africa Match: লো স্কোরিং ম্যাচে কোনওরকমে জয় পেল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে তাঁদের সর্বনিম্ন টি২০ আন্তর্জাতিক রানে বেঁধে রাখার পর দক্ষিণ আফ্রিকা হোঁচট খেতে খেতে লক্ষ্যে পৌঁছল ২২ বল এবং হাতে ৬ উইকেট নিয়ে।

টসে জিতে প্ৰথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। আর নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের পিচে বাউন্স এবং সিম মুভমেন্টের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল শ্রীলঙ্কান ব্যাটিং। পিচ মন্থর অথচ বাউন্স ষোলোয়ানা। এমন পিচেই লঙ্কান ব্যাটিংয়ের হাড় কঙ্কাল বের করে দিলেন নর্জে। ৪ ওভারে ৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে একাই কার্যত ভেঙে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে।

শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল পিচের মতই মন্থর গতিতে। প্ৰথম পাঁচ ওভারে মাত্র ২৪ রান তুলতে পেরেছিল। তারপর পুরোটাই হয়ে থাকল দুঃস্বপ্নের মত। কোনও শ্রীলঙ্কার ব্যাটার-ই খাপ খাইয়ে নিতে পারেননি পিচের গতির সঙ্গে।

১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪০/৫। ধসিয়ে দিয়েছিলেন নর্জে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপে সেরা বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে।

এঞ্জেলো ম্যাথিউস কোনওরকমে ১৬ করে যান। তবে শ্রীলঙ্কা ৭৭ রানেই অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে কাগিসো রাবাদা, মার্কো জ্যানসেন, বার্টম্যান সকলেই নতুন বলের ফায়দা তুলে যান। মাঝের ওভারে নর্জের সঙ্গেই উইকেটশিকারে মাতেন স্পিনার কেশব মহারাজ। রাবাদা, মহারাজ দুজনে ২ উইকেট দখল করেন।

মাত্র ৭৮ রান তাড়া করে সহজেই জিতবে প্রোটিয়াজরা। এমনটাই ভাবা হয়েছিল। তবে সেরকম মোটেও হল না। রেজা হেন্ড্রিক্স এবং ক্যাপ্টেন আইডেন মার্করাম শুরুতেই আউট হয়ে যান। কুইন্টন ডিকক এবং ট্রিস্টান স্টাবস টিকে থাকলেও কখনই স্বচ্ছন্দ ছিলেন না দুজনে। লঙ্কান বোলিংয়ের সাঁড়াশি চাপে দুজনেই একসময়।আউট হয়ে যান। শেষদিকে হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার দলকে লক্ষ্যে পৌঁছে দেন।

2024-06-03T18:13:29Z dg43tfdfdgfd