VIRAT KOHLI-NEYMAR: নেইমারও এবার কোহলির পিছনে! বিশ্বকাপে খেলতে নামার আগেই রেকর্ডের মহা-সিংহাসনে বিরাট, সামনে কেবল রোনাল্ডো

Virat Kohli’s twitter follower and Neymar: টি-২০ বিশ্বকাপের মধ্যেই মাইলস্টোন পেরোলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়া ফ্যানবেসে এবার তিনি নেইমার জুনিয়রকেও টেক্কা দিলেন। এমনিতে সোশ্যাল মিডিয়ায় কোহলির ফলোয়ারের সংখ্যা বিরাট। তার মধ্যেই এবার এল সুখবর। জানা গেল, এক্স হ্যান্ডেলে (আগে যা ছিল, টুইটার) তিনিই বিশ্বের দ্বিতীয় সেরা পছন্দের খেলোয়াড়।

এমনিতে ক্রিকেটার আর ফুটবলারদের ফ্যানবেসের মধ্যে তুলনাই চলে না। কারণ, ফুটবল বিশ্বের প্রায় সব দেশেই খেলা হয়। সেখানে ক্রিকেট আজও মুষ্টিমেয় কিছু দেশের খেলা। তারমধ্যেই বিরাট কোহলি অন্য এক ছাপ তৈরি করেছেন। তাঁর বিরাট ফ্যানবেস রীতিমতো বলে বলে গোল দেওয়ার মত করে ফুটবলারদেরও রীতিমতো টেক্কা দিতে পারে। এবার দেখা গেল যে, বিরাটের ফলোয়ারের সংখ্যা এতই বেড়েছে, তা নেইমার জুনিয়রের মত বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলারকেও টেক্কা দিল।

বর্তমানে টুইটারে বিরাটের ৬৩.৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে। সেখানে নেইমার জুনিয়রের আছে ৬৩.৪ মিলিয়ন। টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামেও বিরাটের ফলোয়ারের সংখ্যা প্রচুর। ইনস্টাগ্রামে বিরাটের ২৬৯ মিলিয়ন ফলোয়ার রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে ইনস্টাগ্রামে নেইমারেরও প্রচুর ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে নেইমারের ফলোয়ারের সংখ্যা ২২১ মিলিয়নের চেয়েও বেশি।

তবে, খেলোয়াড়দের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পর্তুগালের খেলোয়াড়ের শুধু ইনস্টাগ্রামেই ফলোয়ারের সংখ্যা ৬৩০ মিলিয়নের বেশি। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে ৬০০ মিলিয়নের বেশি ফলোয়ার কেবলমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরই আছে। এই ব্যাপারে তিনিই একমাত্র ব্যক্তি। আর, টুইটারে রোনাল্ডোর ফলোয়ারের সংখ্যা ১১১ মিলিয়নের বেশি।

যাইহোক, ফলোয়ারের সংখ্যার দিক থেকে বিরাট যেহেতু দ্বিতীয় স্থানে আছেন, তাই তিনিও নেহাত কম যান না। ইতিমধ্যে বিরাট ভারতীয় টি-২০ দলের সঙ্গে যোগ দিয়েছেন। ভারতীয় দল আগেই পৌঁছে গিয়েছিল আমেরিকায়। কিন্তু, বিরাট দলের সঙ্গে যাননি। তিনি একটু দেরিতে আলাদাভাবে আমেরিকায় পৌঁছেছেন। এবার আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ মিলে টি-২০ বিশ্বকাপের আয়োজন করছে। তার মধ্যে আজ অর্থাৎ ৫ জুন ভারতের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

আরও পড়ুন- বিশ্বকাপে গিয়ে ২৫ ডলারে প্রাইভেট পার্টি! বেনজিরভাবে টাকা ইনকাম, বিরাট কেলেঙ্কারি পাকিস্তানের

দেরিতে বিশ্বকাপের টিমের সঙ্গে যোগ দেওয়ায় বিরাট বাংলাদেশের সঙ্গে ভারতের প্রস্তুতি ম্যাচেও খেলেননি। এবছরের আইপিএল শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। তার মধ্যে প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে বিরাট একটু বিশ্রাম চেয়েছিলেন। আইপিএলে তিনি আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। তবে, ২২ মে আরসিবির এবারের আইপিএলে দৌড় শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকে বিরাট আর কোনও ম্যাচে খেলেননি। আইপিএলের এলিমিনেটর রাউন্ডে তাঁর শেষ ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

2024-06-05T13:50:31Z dg43tfdfdgfd