RITIKA SAJDEH RAFAH: প্যালেস্টাইনের সমর্থনে বিধ্বংসী পোস্ট! বিতর্কের মুখে বেনজির আক্রমণে টিম ইন্ডিয়ার সুপারস্টারের বউ

Indian celebrities Rafah Palestine: ট্রোলিংয়ের মুখে পড়ে, ‘অল আইস অন রাফা’ বা ‘সব চোখ রাফার দিকে’, পোস্টটা মুছে দিলেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদা। ইজরায়েল-প্যালেস্তাইন লড়াইয়ে প্যালেস্তাইনকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট করেছিলেন রীতিকা। কিন্তু, ইনস্টাগ্রামে সেই পোস্টের পর রীতিকা নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন। আর, তারপরই পোস্ট মুছে ফেলার সিদ্ধান্ত নেন।

সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন যেমন রীতিকাকে প্রশ্ন করেছেন, ‘আপনি কি কখনও কাশ্মীরি পণ্ডিতদের ব্যাপারে কিছু বলেছেন? নাকি ভারতে কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের ঘটানো হিংসার ব্যাপারে মুখ খুলেছেন? এমনকী, পাকিস্তান আর বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়েও কোনও আওয়াজ তোলেননি। অথচ, কয়েক হাজার মাইল দূরের ঘটনা, ভারতের সঙ্গে যার কোনও সম্পর্কও নেই, সেই ব্যাপারে ছবি পোস্ট করলেন!’

আরেক নেটিজেন আবার লিখেছেন, ‘আমি রোহিত শর্মার মত দেশপ্রেমিকের স্ত্রীর থেকে এটা আশা করছি না। আপনি তো কখনও মণিপুর নিয়েও কথা বলেননি?’ অন্য এক নেটিজেন লিখেছেন, ‘মার্কিন ওয়াকিজম ভারতে আমদানি হয়েছে। এই সব ক্রিকেটারদের কাউকে আর বিশ্বাস করা যায় না!’ এক নেটিজেন আবার রোহিত শর্মাকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। অন্য এক নেটিজেন আবার রীতিকার আচরণকে ‘ভয়াবহ’ বলেও কটাক্ষ করেছেন।

আবার এক নেটিজেন লিখেছেন, ‘অনেক অভিনেতা-অভিনেত্রীও রাফা নিয়ে মুখ খুলেছেন। কিন্তু, তারা ভারতের সমস্যা নিয়ে কিছুই বলবেন না।’ রোহিত অনুরাগীদের অনেকে অবশ্য এই পরিস্থিতিতে রীতিকাকে আড়াল করারও চেষ্টা করেছেন। তেমনই একজন লিখেছেন, ‘উনি আসলে একটা ফ্যাশনকে নকল করেছেন। কিন্তু, যাঁদের উনি নকল করেছেন, তাঁদের যদি মানচিত্রে রাফা কোথায়, দেখাতে বলেন, সেটাই দেখাতে পারবে না।’ রীতিকার পাশে দাঁড়িয়ে অন্য একজন আবার বলেছেন, ‘প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে। সেভাবেই উনি নিজের মতামত প্রকাশ করেছেন। উনি কী করবেন বা করবেন না, সেটা ঠিক করে দেওয়ার আমরা কেউ নই।’

আরও পড়ুন- কোহলির সমালোচনা করেছিলেন, এবার খুনের হুমকি পেলেন আইপিএলে যুক্ত থাকা বিদেশি

কিন্তু, রীতিকার পাশে দাঁড়ানো এই সব অনুরাগীদের সংখ্যা অল্পই দেখা গিয়েছে। বরং, সমালোচনাই উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আর, তারপরই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের স্ত্রী। কারণ, ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে রোহিত শর্মার বিশেষ জায়গা রয়েছে। রোহিত সবসময় দেশের জন্য একধাপ এগিয়ে খেলার চেষ্টা করেন, এমনটাই ভক্তদের বিশ্বাস। সেখানে তাঁর স্ত্রীর কোনও পদক্ষেপ ভারত অধিনায়কের সেই ইমেজে কালি দেবে, সেটা রোহিত ও তাঁর স্ত্রী কেউই চাননি।

2024-05-29T16:53:56Z dg43tfdfdgfd