কার্লসেনের পর বিশ্বের ২ নম্বর কারুয়ানা বধ প্রজ্ঞানন্দের, আগামীর আনন্দকে পেল ভারত

একদিন আগেই ক্লাসিকাল দাবায় হারিয়েছিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে। এবার নরওয়ে দাবা প্রতিযোগিতায় বিশ্বের দুনম্বরকেও হারিয়ে দিলেন ভারতের ছেলে রমেশবাবু প্রজ্ঞানন্দ। এই প্রতিযোগিতায় শুরু থেকেই ঝড় তুলেছেন ভারতীয় দাবাড়ু। আঁটঘাট বেঁধেই যে এবারে তিনি এসেছেন, সেটা প্রথম রাউন্ড থেকেই বুঝিয়ে দিয়েছেন তিনি। নরওয়ে চেজ প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের ম্যাচে বিশ্বের দুনম্বর ফ্যাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে দুরন্ত জয় পেলেন প্রজ্ঞা। মাত্র একদিনের ব্যবধানে বিশ্বের ১ নম্বর এবং ২ নম্বর দাবাড়ুকে ক্লাসিকাল দাবায় হারানোর নজির গড়লেন ভারতের এই ১৮ বছর বয়সী দাবাড়ু। এই জয়ের সঙ্গে সঙ্গেই বিশ্বের প্রথম দশে ঢুকে পড়ছেন চেন্নাইয়ের এই দাবাড়ু। প্রথমবার এই দুই তারকাকে একই প্রতিযোগিতায় হারালেন তিনি।

আরও পড়ুন-রিয়ালের জন্য ট্রফি নিয়ে আসলেন জিনেদিন জিদান, নষ্টালজিয়ায় ভাসল ওয়েম্বলি স্টেডিয়াম

বয়সে তরুণ হলেও তিনি যে মানসিকভাবে অনেকের থেকেই শক্তিশালী সেটা এই ম্যাচেই প্রমাণ করে দিয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। কারণ ম্যাগনাস কার্লসেনকে হারানোর পর চতুর্থ রাউন্ডে কিছুটা অপ্রত্য়াশিভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের হিকারু নাকামুরার কাছে হেরে গেছিলেন প্রজ্ঞানন্দ, কিন্তু হারের একদিনের মধ্যেই অনবদ্য প্রত্যাবর্তন করে বিশ্বের দু নম্বরকে হারিয়ে তাক লাগিয়ে দিলেন তিনি। এই জয়ের পরই তাঁকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়েছে ক্রীড়া অনুরাগীরা।

আরও পড়ুন-১০ বছরে টানা ৬টি নির্বাচনে হার… রাজনীতির ময়দানে লজ্জার রেকর্ড ভাইচুং ভুটিয়ার

প্রথম থেকে অবশ্য দুই দাবাড়ুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে ৬৬ নম্বর দানে গিয়েই মস্ত বড় ভুল করে ফেলেন কারুয়ানা, সেই সুযোগেই ম্যাচে জাঁকিয়ে বসেন প্রজ্ঞানন্দ। এরপর আর ১১ দান বাকি ছিল তাঁর জয়ের। এই মূহূর্তে প্রতিযোগিতায় পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন আমেরিকার হিকারু নাকামুরা, দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যাগনাস কার্লসেন, ঠিক পিছনেই রয়েছেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ, তাঁর পয়েন্ট ৮.৫। এখনও বাকি পাঁচ রাউন্ডের খেলার বাকি রয়েছে, ফলে দ্বিতীয় পর্যায় ভালো পারফরমেন্স করতে পারলেই রেকর্ড গড়তে পারেন গতবার এফআইডিই দাবা বিশ্বকাপে রানার্স আপ হওয়া প্রজ্ঞা।

আরও পড়ুন-ভিডিয়ো, এলেন,দেখলেন,এক হাতে ছয় মারলেন,দলকে জেতালেন… প্রত্যাবর্তনেই সুপারহিট ঋষভ পন্ত

প্রজ্ঞানন্দের দুরন্ত জয়ের পরই বিভিন্ন দিক থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। প্রতিযোগিতার নিজস্ব সোশাল নেটওয়ার্কিং সাইট থেকে যেমন প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানানো হয়েছে, তেমনই ভারতের এই দাবাড়ুকে অনবদ্য কৃতিত্বের জন্য প্রশংসায় ভরিয়েছেন গৌতম আদানি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘অসাধারণ প্রজ্ঞানন্দ। বিশ্বের প্রথম এবং দ্বিতীয় নম্বর দাবাড়ুর বিরুদ্ধে অনবদ্য জয় প্রজ্ঞার। এখন তোমার বয়স মাত্র ১৮, তাতেই এই ছন্দ। দেশকে এভাবেই গর্বিত করে যাও, অনেক অনেক শুভেচ্ছা ’। এদিকে প্রজ্ঞানন্দের দিদি বৈশালীও মহিলাদের বিভাগে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

2024-06-02T10:51:57Z dg43tfdfdgfd