ইতিহাস গড়ার পথে কোপা আমেরিকা, প্রথমবার ম্যাচ পরিচালনা করবেন মহিলা রেফারি!

শুভব্রত মুখার্জি:- ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল খেলিয়ে দেশগুলোর মধ্যে প্রতি চার বছর অন্তর শ্রেষ্ঠত্বের যে লড়াই হয় তাই কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট নামে পরিচিত। দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি, পেলে, রোনাল্ডো সহ একাধিক কিংবদন্তি ফুটবলার এই টুর্নামেন্টে খেলেছেন। ফুটবল ইতিহাসে নানা নজির রয়েছে এই টুর্নামেন্টের। আর এবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট দাঁড়িয়ে রয়েছে আরও এক নজির গড়ার সামনে।

আরও পড়ুন… IPL 2024 KKR: বেঙ্কটেশ আমার সঙ্গে তামিল ভাষায় কথা বলে, আর আমি হিন্দিতে- শ্রেয়স আইয়ার

এই টুর্নামেন্টের ইতিহাসে এবারেই প্রথমবার দেখা যাবে মহিলা রেফারিকে ম্যাচ পরিচালনা করতে। ইতিমধ্যেই ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে কনমেবলের পক্ষ থেকে। সেই তালিকাতেই রয়েছেন ৮ জন মহিলা অফিসিয়াল। ফলে কোপা আমেরিকাতে যে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে তা বলাই যায়। দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় প্রথমবার ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে দেখা যাবে মহিলা রেফারিকে। 

আরও পড়ুন… IPL 2024: ৪৮ হাজার ৭ নম্বর জার্সি! ধোনির ফ্যান ফলোয়িং দেখে অবাক হয়ে গিয়েছিলেন ল্যাঙ্গার

এবারের টুর্নামেন্টের আসর বসছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। আগামী ২০ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ১৪ জুলাই শেষ হবে এবারের কোপা আমেরিকা। টুর্নামেন্টটির জন্য এবার মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ১০১ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করা হয়েছে লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের তরফে। যেখানে ৮ জন মহিলা অফিসিয়াল রয়েছেন। এই আট জনের মধ্যে সুপরিচিত নাম ব্রাজিলেন এডিনা আলভেস ও আয়োজক যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনসো। তারা এর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করেছেন। 

আরও পড়ুন… IPL 2024 RR vs SRH: ম্যাচ হারলেও সঞ্জুর গলায় সন্দীপের প্রশংসা! তুলনা করলেন বুমরাহর সঙ্গে 

পাঁচজন মহিলা সামলাবেন সহকারী রেফারির দায়িত্ব। ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবেও একজন মহিলা অফিসিয়ালকে রাখা হয়েছে। ব্রাজিলের আলভেস এর আগেও ফিফা আয়োজিত পুরুষদের টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেছেন। ফলে পুরুষ বিভাগের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে আলভেসের। ২০২১ সালের ক্লাব বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করার কৃতিত্বও অর্জন করেছিলেন তিনি। অন্যদিকে আমেরিকার রেফারি পেনসো আবার পুরুষদের ২০২৩ ক্লাব বিশ্বকাপে দুটি ম্যাচে রেফারির ভূমিকা পালন করেছিলেন।

2024-05-26T02:08:11Z dg43tfdfdgfd