IGOR STIMAC SACKED: কাতারের 'চুরির গোল'-ও বাঁচাতে পারল না স্টিম্যাচকে! চাকরি গেল ভারতের হেড কোচের

কাতারের 'চুরির গোল'-ও বাঁচাতে পারল না ইগর স্টিম্যাচকে। লাগাতার জঘন্য পারফরম্যান্সের জেরে চাকরি গেল ভারতীয় পুরুষ ফুটবল দলের হেড কোচের। সোমবার ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফে বলা হয়েছে, '(২০২৬ সালের ফিফা বিশ্বকাপের) যোগ্যতা-অর্জন পর্বে হতাশাজনক ফলাফলের বিষয়টি মাথায় রেখে সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়া হেড কোচই নিয়োগ করা ভালো।' সেইসঙ্গে ফেডারেশনের তরফে বলা হয়েছে, 'এআইএফএফ সচিবালয় থেকে স্টিম্যাচকে বরখাস্তের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন থেকেই তাঁকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।'

আরও পড়ুন: Qatar's shocking goal against India: মাঠের বাইরে পুরো বল, তাও গোল দিলেন রেফারি! কাতারে ভারতের সঙ্গে ডাকাতি হল- ভিডিয়ো

(বিস্তারিত পরে আসছে)

2024-06-17T15:19:55Z dg43tfdfdgfd