GAUTAM GAMBHIR INTERVIEW: গম্ভীরকে জিজ্ঞাসা তিন প্ৰশ্ন! হেড কোচের ইন্টারভিউয়ের গোপন তথ্য ফাঁস, কী জবাব দিলেন মহাতারকা

Indian cricket coach: ভারতের হেড কোচ হওয়ার জন্য মঙ্গলবারই ইন্টারভিউ দিয়েছেন গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন ওপেনার গম্ভীরের সঙ্গে একইদিনে ইন্টারভিউ হয়েছে ডব্লিউ ভি রমনেরও। দুই প্রার্থীর উত্তরেই খুশি হয়েছেন ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্যরা। তবে, কার ক্ষেত্রে বেশি খুশি হয়েছেন, সেই ব্যাপারটা উপদেষ্টা কমিটির সদস্যরা বিসিসিআইকে রিপোর্টে জানাবেন।

তার মধ্যেই জানা গিয়েছে গম্ভীর এবং রমনকে ৪০ মিনিট করে সাক্ষাৎকার নেওয়া। উপদেষ্টা কমিটির তিন সদস্য (CAC) অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণ নায়েক জুম কলের মাধ্যমে ভার্চুয়ালি দুটি সাক্ষাৎকার নিয়েছেন। এই কমিটির চেয়ারম্যান অশোক মালহোত্রা। তবে, এটাই শেষ সাক্ষাৎকার নয়। ফের গম্ভীরের সাক্ষাৎকার নেওয়ার কথা জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র।

মালহোত্রা এবং উপদেষ্টা কমিটির অন্য দুই সদস্য পরাঞ্জপে ও নায়েকের সঙ্গে গৌতম গম্ভীরের কথোপকথন পুঙ্খানুপুঙ্খভাবে জানা যায়নি। তবে, এটুকু জানা গিয়েছে, এই ইন্টারভিউয়ের সময় পরাঞ্জপে ও নায়েক দুজনেই মুম্বইতে ছিলেন। সেখান থেকেই ইন্টারভিউয়ের মধ্যে অংশগ্রহণ করেছেন। একইসঙ্গে এটাও জানা গিয়েছে, বোর্ড চাইছে গম্ভীরকে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করতে। যার মধ্যে তাঁকে তিন ফরম্যাটের তিনটি আইসিসি টু্র্নামেন্ট সামলাতে হবে।

আর, গম্ভীরও পালটা কিছু শর্ত দিয়েছেন। তিনি চেয়েছেন লাল বল এবং সাদা বলের টুর্নামেন্টর জন্য আলাদা দল। অর্থাৎ টেস্ট এবং সংক্ষিপ্ত সময়ের টুর্নামেন্টের জন্য আলাদা দল তিনি চেয়েছেন। পাশাপাশি, দলের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণের অধিকারও তিনি দাবি করেছেন। বিসিসিআই সূত্রে খবর, সঙ্গত কারণে এই সব প্রশ্নগুলো উঠেছে। কারণ, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামির মত তারকারা তাঁদের ক্রিকেট কেরিয়ারের শেষ লগ্নে পৌঁছে গিয়েছেন।

এই পরিস্থিতিতে আইসিসি ট্রফি জিততে কী করতে হবে, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হলে কী করা উচিত, এই জাতীয় প্রশ্ন গম্ভীর এবং রমন- প্রধান কোচ পদের উভয় প্রার্থীকেই এসব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। দু’জনেই নিজেদের মত করে উত্তর দিয়েছেন। বিশদে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যা মুগ্ধ করেছে উপদেষ্টা কমিটির সদস্যদের।

এই দুই পদপ্রার্থীর মধ্যে গম্ভীর ২০১৯ সালে তাঁর খেলোয়াড়জীবন থেকে অবসর নিয়েছেন। ২০১৬ সালে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন। জাতীয় দলের হয়ে খেলার সময় তিনি একদিনের বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপ জয়ের সাক্ষী। খেলোয়াড় জীবনে নেতৃত্ব দিয়ে তিনি কেকেআরকে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। চলতি বছরে মেন্টর হিসেবে কেকেআরে ছিলেন। এবারও কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এসব পরিসংখ্যানই গম্ভীরকে রমনের চেয়ে এগিয়ে রেখেছে বলেই বিসিসিআই সূত্রে খবর।

2024-06-19T13:58:32Z dg43tfdfdgfd