সাউথগেটের দলে জায়গা পেলেন না! ইউরো খেলা হচ্ছে না গ্রিলিশ-ম্যাগুয়েরের

সকলকে অবাক করেই ইউরো কাপের ইংল্যান্ড দল থেকে বাদ দেওয়া হল জ্যাক গ্রিলিশকে। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে গোটা মরশুমেই দুরন্ত ফুটবল খেলেছেন এই মিডিও। ফিল ফডেন, কেভিন ডি ব্রুইন, আর্লিং হালান্ডদের পাশে পাল্লা দিয়ে খেলেছেন ইংল্যান্ডের এই ফুটবলার, অথচ ইউরো কাপের স্কোয়াডে তাঁকে রাখলেনই না ইংল্যান্ডের হেড কোচ গ্যারেথ সাউথগেট, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে। শুধু জ্যাক গ্রিলিশ একা বাদ পড়েছেন তা নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা বর্ষিয়ান ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরকেও দলেও সুযোগ দেননি সাউথগেট। ফলে ইউরো কাপে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হচ্ছে না ইপিএলের এই দুই তারকা ফুটবলারের। 

আরও পড়ুন-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নয়, নামিবিয়াকে হারিয়ে গ্রুপ বির শীর্ষে এখন স্কটল্যান্ড

ইংল্যান্ডের জার্সিতে ৬৩টি ম্যাচে খেলার অভিজ্ঞতা ছিল ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরের। এদিকে দেশের হয়ে ৩৬ ম্যাচে খেলেছেন জ্যাক গ্রিলিশও। আক্রমণে একাধিক তারকা থাকায়, একান্ত বাধ্য হয়েই ম্যান সিটির এই তারকাকে বাদ দিয়েছেন সাউথগেট। রিয়াল মাদ্রিদের হয়ে অনবদ্য ফুটবল খেলা বেলিংহ্যাম, বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেন, আর্সেনালের বুকায়ো সাকার সঙ্গে ইংল্যান্ডের আক্রমণভাগে রয়েছেন গ্রিলিশের ম্যান সিটি দলের সতীর্থ ফিল ফডেন। মূলত তারুণ্য এবং প্রতিভাবানদের সুযোগ দিতেই গ্রিলিশকে দলে সুযোগ দিলেন না ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট।

আরও পড়ুন-ফের ফিরল মেডেল ভারতীয় ড্রেসিং রুমে, বিশেষ কারণে পুরস্কার সিরাজকে

হ্যারি ম্যাগুয়ের সুযোগ না পেলেও, তাঁর ম্যান ইউ দলেরই সতীর্থ লুক শ-কে দলে রেখেছেন সাউথগেট, অথচ তিনি এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি। এছাড়াও জন স্টোনস, কাইল ওয়াকারের মতো অভিজ্ঞ ফুটবলারদেরও ডিফেন্সে রেখেছেন ইংল্যান্ড কোচ, তবে উল্লেখযোগ্য বিষয় হল এই স্কোয়াডে এমন কয়েকজন ফুটবলারকে রাখা হয়েছে, যাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কম।  ইংল্যান্ডের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখেই জো গোমেজ, মার্ক গুয়েহি, লুইস ডাঙ্কের মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের স্কোয়াডে রাখা হয়েছে। যাতে তাঁরা বড় প্রতিযোগিতায় খেলার চাপ সম্পর্কে অবগত হতে পারেন এবং অভিজ্ঞতাও সঞ্চয় করেন।

আরও পড়ুন- সুপার ওভার কাঁটা! পাকিস্তানকে পুরনো স্মৃতি করালেন ভারতীয় বংশদ্ভূত মোনাঙ্ক

১৭ জুন সার্বিয়ার বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবেন ফিল ফডেন, হ্যারি কেনরা। ২০ জুন তাঁদের প্রতিপক্ষ ডেনমার্ক, ২৬ জুন তাঁরা খেলবেন স্লোভেনিয়ার বিপক্ষে। এবারের ইউরো কাপের গ্রুপ স্টেজে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেই নামতে চলেছে গ্যারেথ সাউথগেটের দল। নকআউট থেকেই ইংরেজদের আসল পরীক্ষা শুরু হতে চলেছে। দীর্ঘদিন ধরে দলের দায়িত্বে থাকলেও এখনও বড় সাফল্য দিতে পারেননি সাউথগেট, ফলে তাঁর ওপরেও রয়েছে ট্রফি জয়ের চাপ।

2024-06-07T05:25:13Z dg43tfdfdgfd