অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছিলেন হাওড়ার সিট…জিতেই বড় ঘোষণা প্রসূনের

লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরাজ্যে গতবারের তুলনায় আসন এবং ভোটের শতাংশ, দুই বাড়িয়ে নিয়েছে রাজ্যের শাসক দল। হাওড়া কেন্দ্র নিয়ে ভোটের আগে শুরু হয়েছিল দলীয় কোন্দল। শোনা যায়, মুখ্যমন্ত্রীর ভাই নাকি সেই কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু ভাইকে প্রার্থী করা তো দূরের কথা, তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরই চাপে পড়ে যায় তাঁর ভাই। এই কেন্দ্রে জিতে আসা প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রেখেছিল তৃণমূল কংগ্রেস, তিনিও এবার ফের জিতে এসেছেন। রথীন চক্রবর্তিকে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটে পরাজিত করে ফের লোকসভায় যাচ্ছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত এই প্রাক্তন ফুটবলার। চতুর্থবার নির্বাচনে জিতেই হাওড়ার মানুষের জন্য দিলেন বড় প্রতিশ্রুতি।

আরও পড়ুন-পিচে অদ্ভূত বাউন্স, রয়েছে ফাটল, চোট পেয়েছেন রোহিত...তবু বুমরাহ বলছেন ব্যাটারদের মানিয়ে নিতে

কলকাতা ফুটবল তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও জাতীয় দলের জার্সিতে দাপিয়ে বেড়িয়েছেন অর্জুন পুরস্কার পাওয়া প্রসূন বন্দ্যোপাধ্যায়। যেদিন থেকে সংসদে গেছেন, বারবার খেলাধূলা নিয়ে প্রশ্ন করেছেন, এবার তিনি জানিয়ে দিলেন হাওড়ার দাশনগরে তৈরি হবে আন্তর্জাতিক মানের ফুটবল অ্যাকাডেমি, যেখানে হাওড়ার ছেলেরা প্রশিক্ষণ নিতে পারবেন। হাওড়ার বিভিন্ন স্কুল থেকে ৩জন করে প্রতিভা বাছাই করে এই ক্যাম্পে দেওয়া হবে বিশ্বমানের ট্রেনিং, যাতে আগামী দিনে ভারতীয় ফুটবল দলের সাপ্লাই লাইন হয়ে ওঠে হাওড়া ফুটবলাররা।

আরও পড়ুন-রোহিত এখন ঠিক আছে, বলছে বিসিসিআই সূত্র, পিচ নিয়ে ক্রমশই সোচ্চার ক্রিকেট দুনিয়া

একবার দুবার নয়, এই নিয়ে চারবার লোকসভা নির্বাচনে জয়ী হলেন প্রসূন। অনেক বাধা বিপত্তিকেই ফুটবল জীবনের মতো ডজ করে পেরিয়ে গেছেন এই প্রাক্তন মিডফিল্ডার। প্রসূনের কথায়, ‘এই অ্যাকাডেমির নাম দিচ্ছি পিকে অ্যান্ড প্রসূন ফুটবল স্কুল। হাওড়ার বিভিন্ন স্কুল থেকে ফুটবলার তুলে এনে তাঁদের বিশ্বমানের প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে ওরা আগামী দিনে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ গড়তে পারে। তবে শুধু ফুটবল নয়, আমার কেন্দ্রে আরও কিছু কাজ করতে চাই, যেমন বাকসাড়া রেল ক্রসিংয়ের নিচে একটা আন্ডারপাস করতে হবে, যাতে রেলের গেট বন্ধ হয়ে গেছে অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে, এটা নিয়ে রেলকে আগেই জানিয়েছিলাম, ফের জানাব ’।

আরও পড়ুন-ফের ব্যর্থ ম্যাক্সওয়েল, স্টইনিসের দৌলতে ওমানের বিরুদ্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতল অজিরা

বিরোধীরা বারবারই শিল্প নিয়ে তৃণমূল কংগ্রেস ও তাদের সরকারকে একহাত নিয়ে থাকেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় চান ফের শিল্প ফেরাতে হাওড়ায়। কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়ে রয়েছে সেই জেলায়, সেগুলোকেই পুনরায় চালু করে এলাকার যুবক যুবতিদের চাকরির ব্যবস্থা করতে চান ভারতীয় ফুটবলের এই প্রাক্তন নায়ক।

2024-06-06T06:51:40Z dg43tfdfdgfd