ব্র্যান্ডন, নোয়াহর পর এবার ধীরজ-ভিক্টর, এফসি গোয়া ছাড়ার হিরিক

আইএসএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্লাব ছাড়ার হিরিক শুরু হয়ে গেছে এফসি গোয়ায়। আগেই দল ছাড়ার কথা জানিয়েছিলেন অধিনায়ক ব্র্যান্ডন ফার্নান্দেজ। তিনি মুম্বই সিটি এফসিতে যোগ দিতে চলেছেন, দীর্ঘ কয়েক মাস যাবত তাঁর সঙ্গে কথা চালাচ্ছিল আইএসএলের ট্রফি জেতা মুম্বই সিটি এফসি। কর্তারা জানলেও দলের মাঝমাঠের ভরসাকে আটকাতে পারেননি তাঁরা। কিন্তু এবার তাঁদের সমস্যা আরও বাড়ল। মোট সাতজন ফুটবলার এবার দল ছাড়তে চলেছে। সদ্য সমাপ্ত আইএসএলে গোয়া দলকে সেমিফাইনালে তুলেছিলেন এই ফুটবলাররা। সেই প্রথম একাদশেরই বেশ কয়েকজন ফুটবলার চলে যাওয়ায় আগামী মরশুমের আগে বেশ বিপাকেই পড়ল গোয়ানিজ ফ্র্যাঞ্চাইজিকে। হয়ত ব্যাক আু তৈরি রয়েছে, কিন্তু গোলরক্ষক ধীরজও দল ছাড়ায় সমস্যা হবেই। কারণ এই মূহূর্তে ভালো মানের ভারতীয় গোলরক্ষকের অভাব রয়েছে আইএসএলে।

আরও পড়ুন-নরওয়েতেই মধুর প্রতিশোধ, ক্লাসিকাল দাবায় কার্লসেনকে হারালেন ১৮ বছরের প্রজ্ঞানন্দ

এফসি গোয়ার হয়ে ধীরজ ভালোই পারফরমেন্স করেছেন, গোলদূর্গ আটকানোর পাশাপাশি ডিফেন্সদেরও ভালো কল দিতেন এই যুব গোলরক্ষক। ২০২১ সালের জানুয়ারিতে মোহনবাদান থেকে গোয়ায় চলে গেছিলেন ধীরজ সিং, এরপর সেই দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছিলেন। সাতজন ফুটবলারের মধ্যে তিনিও থাকায় তাই বেশ অস্বস্তিতেই পড়ল এফসি গোয়া। এবারের আইএসএলে অর্শদীপ সিংয়ের খারাপ পারফরমেনসের পর দলের হয়ে টানা ১০ ম্যাচেই খেলেছিলেন ধীরজ। শুক্রবারই এই ফুটবলারদের বিদায়ের কথা জানিয়ে দেয় এফসি গোয়া, কারণ তাঁদের চুক্তি শেষ হয়ে গেছে। 

আরও পড়ুন-অলিম্পিক্সে ভারতের পতাকা বহনের দায়িত্ব নিয়ে বিতর্ক...অবশেষে মুখ খুললেন শরৎ কমল

এফসি গোয়া ছেড়ে দেওয়া সাতজন ফুটবলারের মধ্যে রয়েছেন ব্র্যান্ডন ফার্নান্দেজ, নোয়াহ , ধীরজ সিং, কার্লোস মার্টিনেজ, ভিক্টর রদ্রিগেজ, স্যানসন পেরেইরা এবং স্যাভিয়র গামা। নোয়াহ এফসি গোয়া দলের আক্রমণের মূল অস্ত্র ছিলেন, দুই মরশুমে ৫৪ ম্যাচে করেছেন ২৯টি গোল এবং ১৬টি অ্যাসিস্ট। গোয়া ছেড়ে কেরল ব্লাস্টার্সে যাচ্ছেন এই বিদেশি স্ট্রাইকার। স্প্যানিশ স্ট্রাইকার কার্লোস মার্টিনেজ দলের হয়ে ৩২ ম্যাচে ১৬ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছিলেন। আইএসএল সেমিফাইনাল খেলা এফসি গোয়ার হয়ে ভিক্টর রদ্রিগেজ করেন পাঁচটি গোল এবং তিনটি অ্যাসিস্ট। ফলে সামগ্রিকভাবে তাঁদের সকলের পারফরমেন্সই ভালো ছিল।

আরও পড়ুন-আদালতে টিকল না মারাদোনার পরিবারের যুক্তি... আগামী সপ্তাহেই নিলামে বিশ্বকাপের গোল্ডেন বল

দলের তারকাদের ছেড়ে দিয়ে নতুন মরশুমের দল পুরো খোলনলচে বদলে ফেলতে চলেছেন এফসি গোয়া কর্তারা। শেষ কয়েক বছরে দল ভালো খেললেও চ্যাম্পিয়নের স্বাদ পায়নি তাঁরা। তাই চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়তে চলেছে মাণ্ডবি নদীর তীরের এই দল। ইতিমধ্যেই কয়েকজন বিদেশি, যারা আইএসএলে খেলছেন না, তাঁদের এজেন্টের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে এফসি গোয়ার কর্তারা। 

2024-06-01T09:02:49Z dg43tfdfdgfd