INDIA HEAD COACH JOB: গম্ভীরকে হেড কোচ করলেই মানতে হবে কড়া শর্ত, জয় শাহদের লিস্ট ধরালেন গৌতম, তুঙ্গে আলোচনা

Indian cricket coach: প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগে বিসিসিআইয়ের কাছে বেশ কিছু দাবি জানালেন গৌতম গম্ভীর। কেকেআর কোচ, মঙ্গলবার ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির কাছে বাড়ি থেকেই ভার্চুয়াল কলে সাক্ষাৎকারও দিয়েছেন। বিসিসিআই সূত্রে খবর, এখনও ঘোষণা না হলেও ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে গম্ভীরই এগিয়ে আছেন। আইপিএলে অধিনায়ক এবং কোচ হিসেবে তিনি কেকেআরকে ট্রফি দিয়েছেন। সেই কারণে গম্ভীরের পারফরম্যান্সে খুশি জয় শাহর মত শীর্ষস্থানীয় বোর্ড কর্তারা।

তার মধ্যেই সামনে এল যে গম্ভীর বিসিসিআইয়ের কাছে বেশ কয়েকটি দাবি ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন। যেমন, তিনি বলেছেন যে তাঁকে দল নিয়ন্ত্রণে সম্পূর্ণ অধিকার দিতে হবে। শুধু তাই নয়। তিনি সাদা এবং লাল বলের জন্য আলাদা দলও চেয়েছেন। গম্ভীরের দুটি দাবিতেই নাকি সম্মত হয়েছে বিসিসিআই। সংবাদ সংস্থার প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে।

এর আগে জুনের প্রথম সপ্তাহে আবুধাবিতে গম্ভীর বলেছিলেন, ‘তিনি জাতীয় দলের কোচ হতে চান। কারণ, কোচ হিসেবে জাতীয় দলকে কোচিং করানোর চেয়ে বড় সম্মান আর নেই। জাতীয় দলকে কোচিং করানো মানে, ১৪০ কোটি ভারতীয় এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয়দের প্রতিনিধিত্ব করা।’ ভারতীয় দলের ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য গম্ভীর।

দ্রাবিড়ের পরবর্তী কোচ ঠিক করতে বিসিসিআই ২৭মে আবেদন চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। কারণ, রাহুল দ্রাবিড়কে বারবার বলার পরও তিনি কোচিং করতে রাজি হচ্ছেন না। সূত্রের খবর, দ্রাবিড়কে বিসিসিআই কর্তা জয় শাহ বলেছিলেন হয় একদিনের দল অথবা টি-২০ দল, কোনও একটার কোচিং করাতে। কিন্তু, দ্রাবিড় নাকি তাতে রাজি হননি। তারপরই তিনি জানিয়ে দিয়েছেন টি-২০ বিশ্বকাপের পর জাতীয় প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।

আরও পড়ুন- নামেই বিশ্বকাপ, ভারতকে নিয়ে আসলে পাড়ার টুর্নামেন্টে ICC! নির্লজ্জভাবে রোহিতদের জন্যই যাবতীয় সুবিধা

তারপর, বছর ৪২-এর গম্ভীরকে অবশ্য বিসিসিআই তিন ফরম্যাটেই জাতীয় দলের কোচ করতে চলেছে বলে খবর। ২০২৪-এর জুলাই থেকে কোচ হিসেবে তাঁর দায়িত্ব শুরু হবে। আপাতত ২০২৭-এর ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব থাকবেন। তারও পরে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে চুক্তির মেয়াদ বাড়তেও পারে।

2024-06-18T15:40:09Z dg43tfdfdgfd