ভিডিয়ো- বড় বিপর্যয় এড়ালেন জোকার, পিছিয়ে পড়েও জিতলেন তৃতীয় রাউন্ডে, ছুঁলেন ফেডেরারকে

অল্পের জন্য বড়সড় ধাক্কার হাত থেকে বাঁচলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে দুরন্ত কামব্যাক করলেন জোকার। শুরুর তিন সেটের মধ্যে দুটি সেটেই হেরে যান ৩৭ বছর বয়সী সার্বিয়ান টেনিস তারকা। প্রথম সেট জেতার পর হাতছাড়া করেন পরের দুই সেট। তুলনায় অনেক তরুণ লরেঞ্জো মুসেত্তি দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু চতুর্থ সেট থেকেই নিজের অভিজ্ঞতা দিয়েই সেট জিততে থাকেন জোকার। দীর্ঘ সাড়ে চার ঘন্টার লড়াইয়ের শেষে নিজের ফিটনেসে পরীক্ষা দিয়ে অবশেষে জয় ছিনিয়ে নেন জোকার, একই সঙ্গে ছুঁয়ে ফেলেন সুইস কিংবদন্তী রজার ফেডারের করা গ্র্যান্ডস্লাম ম্যাচ জয়ের রেকর্ড। পাঁচ সেটের লড়াইয়ের ইতালির প্রতিদ্বন্দীকে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছালেন জোকার। উল্লেখ্য ফরাসি ওপেনের শুরুতেই আরেক তারকা রাফায়েল নাদালও হেরে ছিটকে যান।

আরও পড়ুন-রিয়ালের জন্য ট্রফি নিয়ে আসলেন জিনেদিন জিদান, নষ্টালজিয়ায় ভাসল ওয়েম্বলি স্টেডিয়াম

তৃতীয় রাউন্ডের ম্যাচে ইতালির প্রতিদ্বন্দীর বিপক্ষে জোকার হেরে গেলে, সেটা তাঁর কাছে গত এক দশকে ফরাসি ওপেনের সব থেকে বড় ধাক্কা হত। যদিও সেটা হতে দিলেন না তিনি। প্রথম সেটে মুসেত্তিকে ৭-৫ ফলে হারানোর পর দ্বিতীয় এবং তৃতীয় সেট হেরে বসেন জোকার। ৭-৬ ও ৬-২ ফলে দ্বিতীয় এবং তৃতীয় সেট জিতে নেয় ইতালির প্রতিপক্ষ। এরপর চতুর্থ সেট থেকে আর তাঁকে দাঁড়াতেই দেননি জোকার। ৬-৩ ফলে চতুর্থ সেট জিতে নেওয়ার পর পঞ্জম সেটে মুসেত্তিকে খাতাই খুলতে দেননি তিনি। খেলার ফল দাঁড়ায় ৭-৫, ৬-৭, ২-৬, ৬-৩, ৬-০। ৪ ঘন্টা ২৯ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জয় পান জকোভিচ।

আরও পড়ুন-১০ বছরে টানা ৬টি নির্বাচনে হার… রাজনীতির ময়দানে লজ্জার রেকর্ড ভাইচুং ভুটিয়ার

২২ বছর বয়সী মুসেত্তির বিরুদ্ধে এই জয়ের সঙ্গে সঙ্গেই টেনিস ইতিহাসে সুইস কিংবদন্তী রজার ফেডেরারের গড়া ৩৬৯টি গ্র্যান্ডস্লাম ম্যাচ জয়ের নজির স্পর্শ করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এই জয়ের সঙ্গে সঙ্গেই জকোভিচ প্রমাণ করেছেন নিজের শারীরিক এবং মানসিক শক্তির দিক। এখনও বয়সে অনেক তরুণ খেলোয়াড়কে টেক্কা দিচ্ছেন তিনি। পিছিয়ে পড়ে, ফিরে এসে বুঝিয়ে দিচ্ছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। চতুর্থ রাউন্ডে তাঁর প্রতিপক্ষ আরেক তরুণ খেলোয়াড়, আর্জেন্তিনার ফ্রান্সিসকো সেরুনদোলো।

আরও পড়ুন-ভিডিয়ো, এলেন,দেখলেন,এক হাতে ছয় মারলেন,দলকে জেতালেন… প্রত্যাবর্তনেই সুপারহিট ঋষভ পন্ত

ফরাসি ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জকোভিচ, ইতিমধ্যেই জিতেছেন ২৪টি গ্র্যান্ডস্লাম। পুরুষদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লামের মালিক। বয়স বাড়ছে, ফিটনেসও আসতে আসতে কমবে। এরই মধ্যে তাই যত দ্রুত সম্ভব, আরও একটি গ্র্যান্ডস্লাম জিতে পুরুষ এবং মহিলা, দুই বিভাগ মিলে বিশ্বের সব থেকে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড গড়তে মুখিয়ে রয়েছেন সার্বিয়ান তারকা। প্রসঙ্গত মহিলাদের টেনিসে মার্গারেট কোর্টের ঝুলিতেও রয়েছে ২৪টি গ্র্যান্ডস্লাম।

2024-06-02T11:37:05Z dg43tfdfdgfd