BANGLADESH CRICKET TEAM: সুপার-৮’এ উঠেও ভয়ঙ্কর চিন্তায় তছনছ শান্ত! বাংলাদেশ জেতার পরেই সোজাসুজি মুখ খুললেন টাইগার ক্যাপ্টেন

Bangladesh skipper Najmul Shanto worried: নেপালকে ২১ রানে হারিয়ে এবারের টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তারপরও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে ক্ষুব্ধ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রীতিমতো হতাশার সুরে তিনি বলেছেন, ‘জানি না কেন এটা হচ্ছে!’ শান্তর একথা বলার কারণ, গ্রুপ পর্বে চলে গেলেও সুপার ৮, তাঁদের জন্য বেশ কঠিন। এই গ্রুপে আছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান। ফলে, দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে আগে থেকেই সরব হলেন বাংলাদেশ অধিনায়ক।

নেপাল ম্যাচেও বাংলাদেশ মাত্র ১০৬ রান তুলেছে। এই পরিস্থিতিতে ম্যাচে তাদের জয়ের পিছনে রয়েছে বোলারদের অবদান। এই ব্যাপারে রাখঢাক না করে শান্ত বলেছেন, ‘আমি প্রথমত খুব খুশি যে আমরা সুপার ৮ খেলতে যাচ্ছি। কিন্তু, আমাদের ব্যাটিং মোটেও ভালো নয়। কিন্তু, গত তিন-চার ম্যাচে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছেন, আমি সত্যিই খুশি।’ রবিবার রাতে নেপাল ম্যাচের পর শান্ত সাংবাদিকদের একথা বলেন।

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পিছনে স্লো পিচ? এই দাবি কিন্তু, মানতে নারাজ শান্ত। গ্রুপ পর্বে টাইগারদের দেশের ব্যাটাররা একবারই মাত্র ভালো রান করেছেন। সেটা নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ভালো বলতে তবু একটা বলার মতন বা পদের। সেটা হল ১৫০ রান। আর, সেই কারণেই রীতিমতো চিন্তা মাথায় নিয়ে শান্ত বলেছেন, ‘আমি আশা করব সুপার ৮ পর্বেও বোলাররা তাঁদের পারফরম্যান্স ভালো রাখতে পারবেন। আর, ব্যাটাররা তাঁদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবেন!’

ব্যাটারদের ম্যাচ জেতানোর দায়িত্ব নিতে হবে, একথা স্পষ্ট করে সাংবাদিক বৈঠকে শান্ত বলেছেন, ‘বোলাররাই প্রতিদিন ম্যাচ জিতিয়ে দেবেন, এটা হতে পারে না। ব্যাটারদেরও কিছু দায়িত্ব নিতে হবে। যেখানে ভুল-ত্রুটি হচ্ছে, সেটা খোঁজার চেষ্টা চলছে। কিন্তু, যতক্ষণ না সমাধানসূত্র মিলছে, ততক্ষণ সমস্যাটা থাকছেই। অযথা পিচের দোষ দিয়ে লাভ নেই। এই উইকেটেই তো অনায়াসে ১৪০-১৫০ রান হচ্ছে। আমরা সেটাই করতে পারছি না। আর, এটাই আমাদের চিন্তার প্রধান কারণ।’

আরও পড়ুন- গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন অস্ট্রেলিয়া B2! সুপার ৮-এ নামার আগেই আইসিসিকে ঝাঁঝরা করলেন স্টার্ক

শান্ত এসব বলার কারণ আছে। গ্রুপ পর্বের ম্যাচে ১৩০-এর কাছাকাছি স্কোর নিয়েও বাংলাদেশ তিনটে ম্যাচ জিতেছে বোলারদের দাক্ষিণ্যে। টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজেও কিন্তু তারা আমেরিকার কাছে হেরেছিল। সেটাও সেই ব্যাটিং বিপর্যয়ের জন্যই। আর, সেই কারণেই বাংলাদেশ অধিনায়ক পইপই করে তাঁর ব্যাটারদের আরও ভালো কিছু করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘কোন দলের বিরুদ্ধে খেলছি, সেটা বড় কথা নয়। আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের ওপেনার থেকে লোয়ার অর্ডার ব্যাটসম্যান, সবাইকেই সেরা খেলাটা উপহার দিতে হবে।’

2024-06-18T03:23:17Z dg43tfdfdgfd