শনিবার শুরু ইউরোর শেষ ষোলো, প্রথম দিন নামছে ইতালি,জার্মানি…রোনাল্ডোদের ম্যাচ সোমবার

বুধবার রাতেই শেষ হল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ইউরো কাপের গ্রুপ স্টেজের লড়াই। শেষ দিনে অপ্রত্যাশিতভাবেই জর্জিয়ার কাছে ০-২ গোলে হেরে গেল পর্তুগাল। অন্যদিকে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দেয় তুরস্ক। অন্য গ্রুপের ম্যাচে অবশ্য বেলজিয়াম, ইউক্রেন, স্লোভাকিয়া এবং রোমানিয়া চারটি দলই নিজেদের মধ্যে ম্যাচ ড্র করে। ফলে তাঁরাও পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে। এবারের ইউরো কাপে বড় দলের মধ্যে একমাত্র শেষ ষোলোয় আসতে পারেনি লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়া। তাঁরা শেষ ম্যাচে জিততে না পারায় ইতালির বিরুদ্ধে, রাউন্ড অফ সিক্সটিনের টিকিট হাতছাড়া হয় তাঁদের। গ্রুপ স্টেজের ম্যাচ শেষ হওয়ার পরই প্রকাশ্যে চলে এল ইউরোর রাউন্ড অফ সিক্সটিনের সূচি, একঝলকে কে কার মুখোমুখি।

আরও পড়ুন-বিশ্বকাপে ডাহা ফেল অজিরা, টি২০ দলে কি আসবে বড় বদল?ভেতরের কথা ফাঁস করলেন হেজেলউড

শনিবার থেকে শুরু হচ্ছে ইউরো কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ। প্রথম ম্যাচে শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় মুখোমুখি হবে ইতালি এবং সুইৎজারল্যান্ড। সেদিন রাত সাড়ে বারোটায় জার্মানির বিরুদ্ধে খেলতে নামবে ডেনমার্ক। রবিবার রাত সাড়ে ৯টায় স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে হ্যারি কেনদের ইংল্যান্ড।সেদিন রাত সাড়ে বারোটায় মুখোমুখি হবে স্পেন এবং জর্জিয়া। সোমবার রাতে রয়েছে দুই বড় দলের ম্যাচ। সন্ধ্যে সাড়ে ৯টায় মাঠে নামবে কিলিয়ান এমবাপেদের ফ্রানস। তাঁদের প্রতিপক্ষ বেলজিয়াম। এক্ষেত্রে বেলজিয়াম দল অপ্রত্যাশিতভাবেই নিজেদের গ্রুপে টপার হতে না পারায়, রাউন্ড অফ সিক্সটিনের ফ্রান্সের বিরুদ্ধে খেলা পড়েছে তাঁদের।

আরও পড়ুন-জাদেজার থেকে অক্ষর-কুলদীপ ভালো, খারাপ ফর্ম শুরু হতেই খোলস ছেড়ে বেরলেন মঞ্জরেকর

সোমবার রাত সাড়ে বারোটায় মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। স্লোভেনিয়ার বিপক্ষে খেলতে নামবে সিআরসেভেনের দল। ভুলে গেলে চলবে না, এই স্লোভেনিয়া দল গত ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়েছিল। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় খেলা রয়েছে ডাচদের। তাঁদের প্রতিপক্ষ রোমানিয়া। অন্যদিকে মঙ্গলবার রাত সাড়ে বারোটায় মুখোমুখি হবে তুরস্ক এবং অস্ট্রিয়া।

আরও পড়ুন-বিশ্বকাপে দুই অধিনায়কের কীভাবে এত মিল? দেখে মনে হবে যজম ভাই রোহিত-বাটলার

শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। এদিকে বুধবার রাতে গ্রুপ স্টেজের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে হারিয়ে দেয় তুরস্ক। ৫১ মিনিটে কালহানোগলুর গোলে এগিয়ে যায় তুরস্ক। এরপর চেক প্রজাতন্ত্রকে সমতায় ফেরান সৌসেক।  ম্যাচের সংযুক্তি সময় গোল করে তুরস্ককে জয় এনে দেন সেঙ্ক টোসুন। ম্যাচে চেক শিবিরের দুই ফুটবলার অ্যান্তোনিন বারাক এবং থমাশ চোরি লাল কার্ড দেখেন।

2024-06-27T02:25:11Z dg43tfdfdgfd