হাঁটুতে অস্ত্রোপচার! প্যারিস অলিম্পিক্সে আদৌ খেলতে পারবেন জোকার?

শুভব্রত মুখার্জি:- হাঁটুর চোট চলতি ফরাসি ওপেন চলাকালীন প্রথম থেকেই সমস্যায় ফেলেছিল কিংবদন্তি টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচকে। এই চোট নিয়েই তিনি চলতি ফরাসি ওপেনের খেলা চালিয়ে যান। তৃতীয় রাউন্ডে পাঁচ সেটের কঠিন লড়াই লড়তে হয় তাঁকে। ফলে চোটের হাল আরো খারাপ হয়।এতটাই অবস্থা খারাপ হয় যে তাঁকে বাধ্য হয়েই কোয়ার্টার ফাইনালে নামার আগেই নাম প্রত্যাহার করতে হয় তাঁকে। ডাক্তাররা চটজলদি তাঁকে হাঁটুর অপারেশনের পরামর্শ দেন। সেই পরামর্শ মতন বৃহস্পতিবার তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। অপারেশন সফল হয়েছে বলেই জানিয়েছেন তিনি। তবে এর মধ্যেও কবে তিনি কোর্টে ফিরতে পারবেন সেই বিষয়ে কিছুই খোলসা করেননি।

আরও পড়ুন-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নয়, নামিবিয়াকে হারিয়ে গ্রুপ বির শীর্ষে এখন স্কটল্যান্ড

চলতি ফরাসি ওপেনের মাঝপথেই সরে দাঁড়াতে বাধ্য হন নোভাক জকোভিচ। হাঁটুতে অস্ত্রোপচার সফলভাবে হয়েছে রেকর্ড ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সার্বিয়ান তারকার।তিনি তাঁর ফেরার বিষয়ে জানিয়েছেন যত দ্রুত সম্ভব কোর্টে ফিরবেন। গত সোমবার আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুনদোলোর বিপক্ষে চার ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ে ম্যাচ জেতেন তিনি।এরপর হাঁটুর সমস্যায় ভুগতে দেখা যায় জকোভিচকে।কোয়ার্টার-ফাইনালে কাসপের রুডের বিপক্ষে ম্যাচের আগের দিন মঙ্গলবার নিজেকে সরিয়ে নেন ৩৭ বছর বয়সী তারকা।

আরও পড়ুন- ফের ফিরল মেডেল ভারতীয় ড্রেসিং রুমে, বিশেষ কারণে পুরস্কার সিরাজকে

এমআরআই স্ক্যানে তার ডান পায়ের মেডিয়াল মেনিসকাসে চোট ধরা পড়ে। তাঁর সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগবে।ফলে আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলা উইম্বলডনে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ২৭ জুলাই শুরু প্যারিস অলিম্পিক গেমসেও তিনি খেলতে পারবেন কিনা সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে বৃহস্পতিবার চিকিৎসক দলের সদস্যদের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে অস্ত্রোপচারের কথা জানান জকোভিচ। লেখেন 'খেলার প্রতি আমার ভালোবাসা অগাধ। সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আমাকে সবসময়ে এগিয়ে রাখে।যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে ফিরতে চাই। সুস্থ ও ফিট হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব কথা দিলাম।' 

আরও পড়ুন-সুপার ওভার কাঁটা! পাকিস্তানকে পুরনো স্মৃতি করালেন ভারতীয় বংশদ্ভূত মোনাঙ্ক

উল্লেখ্য উইম্বলডনে সাতবারের চ্যাম্পিয়ন জকোভিচ। একাধিক সম্মান পেলেও অলিম্পিকে এখনও সোনা জিততে পারেননি নোভাক জকোভিচ। এই বছরেও সেই লড়াই তিনি লড়তে পারবেন কিনা তা নিয়ে বড়সড় প্রশ্নচিন্হ পড়েই গেল।

2024-06-07T04:25:06Z dg43tfdfdgfd