গোল করেও দলকে জেতাতে ব্যর্থ জিরু, এসি মিলানের শেষ করলেন নিজের ইনিংস, গন্তব্য LAFC, দল ছাড়লেন কোচ পিওলি

এসি মিলানের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন বর্ষিয়ান ফরাসি ফুটবলার অলিভার জিরু। একদিকে ফরাসি সুপার কাপ জিতে যখন কিলিয়ান এমবাপে চললেন স্পেনে, একই দিনে ইতালির ক্লাব এসি মিলানে নিজের ইনিংস শেষ করলেন এই তারকা স্ট্রাইকার। নিজের বর্ণময় কেরিয়ারে জিতেছেন বিশ্বকাপ। কয়েক বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ সেমি ফাইনালও খেলেছিলেন, কিন্তু দলকে জেতাতে পারেননি। বয়সও বাড়ছিল, এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আন্তর্জাতিক ফুটবলকে ইউরো কাপের পরই বিদায় জানাবেন। তাঁর আগেই অবশ্য এসি মিলানকে গুডবাই জানালেন তিনি। একই সঙ্গে মিলানের কোচ স্টিফান পিওলিও দল ছাড়লেন। সেরি এ লিগে তাঁদের দল শেষ করেছে দ্বিতীয় স্থানে। দলের হয়ে গত তিন বছরে ৪৯ গোল করেছেন জিরু।

আরও পড়ুন-‘একটা কথাও বলবে না’, বন্ধুকে নিয়ে লাগাতার অপমানের পাল্টা গাভাসকরকে তেড়ে উত্তর এবির

সেরি এ-তে এবারের মতো এসি মিলানের শেষ ম্যাচ ছিল সালেরনিতানার বিপক্ষে। সেই ম্যাচে গোলও করলেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচের ২২ মিনিটেই পর্তুগিজ রাফায়েল লিয়াওর গোলে এগিয়ে যায় এসি মিলান। ৫ মিনিট পরই গোল করে দলের ব্যবধান বাড়ান অলিভার জিরু। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে সালেরনিতানা। ৬৪ এবং ৮৯ মিনিটে সালেরনিতানা হয়ে জোড়া গোল করেন সিমিওন নাঙ্কো। দ্বিতীয়ার্ধে মিলানের হয়ে একটি গোল করেন ডেভিড কালাব্রিয়া। ৮৭ মিনিটে ম্যাচের শেষ গোল করে ফলাফল ৩-৩ করেন সালেরনিতানার জুনিয়র সামবিয়া।

আরও পড়ুন-দায়িত্বজ্ঞানহীন-বেপরোয়া ক্রিকেট ম্যাক্সওয়েলের, RCB-র বিদায়ের পর দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন প্রাক্তনীদের

এসি মিলানের জার্সিতে জিরুডের বিদায়ের দিনই কোচের পদেও শেষবার দলকে সামলালেন স্টিফান পিওলি, তিনিও দল ছাড়ছেন। সম্ভবত তাঁর গন্তব্য  লিলে। জিরু যাচ্ছেন মেসিদের মেজর সকার লিগের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে। এই মরশুমে জিরু করেছেন ১৭ গোল, তবে ২০২২ সালের সেরি এ চ্যাম্পিয়ন হওয়াই এসি মিলানের সাম্প্রতিকতম সাফল্যের অন্যতম। বিদায় বেলায় জিরু বললেন, এটা তাঁর জীবনের অন্যতম সেরা এক মূহূর্ত, এরপর চোখে জল চলে আসে ফরাসি তারকার। পরিবার গেছিল ম্যাচ দেখতে, তাঁদের নিয়েই ম্যাচের পর ট্রফি হাতে দেখা যায় জিরুকে।

আরও পড়ুন-'HT Bangla Exclusive Shahbaz Ahmed- IPL ফাইনালে KKR-কে হারাব, হুংকার 'বাংলার' শাহবাজের, মুগ্ধ ক্যাপ্টেন কামিন্সে'

সেরি এ-র অপর ম্যাচে জিতল জুভেন্তাসও। তারা শেষ করল তৃতীয় স্থানে। মনজা-র বিপক্ষে ২-০ গোলে জিতল তাঁঁরা। ফেডেরিকো চিয়েশা ২৬ মিনিটে এবং অ্যালেক্স স্যানদ্রো ২৮ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। 

2024-05-26T12:24:52Z dg43tfdfdgfd