WI VS NZ: ২ ম্যাচে ২ হার, তবু নিউজিল্যান্ডের এখনও সুপার-৮’এর লড়াইয়ে, অপেক্ষায় আশ্চর্য সমীকরণ

are New Zealand eliminated: ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ম্যাচ ছিল কার্যত নকআউট। সেই ম্যাচে রোমহর্ষক লড়াইয়ে কিউইরা ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ১৩ রান দূরে থেমে গেল। নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ সুপার ৮’এ কোয়ালিফাই করে ফেলল বৃহস্পতিবারই। আর নিউজিল্যান্ড কার্যত বিদায় নিল। হ্যাঁ, ‘কার্যত’।

গ্রুপ সি-য়ে নিউজিল্যান্ড দুই ম্যাচ খেলে দুটোতেই হার হজম করল। এর ফলে পাঁচ দলের গ্রুপে নিউজিল্যান্ড একদম তলায় পৌঁছে গেল। নেট রানরেট -২.৪২৫। নিউজিল্যান্ড এখনও দু ম্যাচ খেলবে উগান্ডা এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে।

অঙ্কের বিচারে কেন উইলিয়ামসন ব্রিগেডের এখনও সম্ভবনা রয়েছে সুপার-৮’এ ওঠার। তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তিনটিতেই জয়লাভ করে গ্রুপ টেবিলের শীর্ষে থেকে পরের রাউন্ডে পৌঁছনো নিশ্চিত করেছে।

কীভাবে নিউজিল্যান্ড সুপার-৮’এ পৌঁছতে পারে

শেষ আটে পৌঁছতে হলে বেশ কিছু সমীকরণ নিউজিল্যান্ডের পক্ষে যেতে হবে। গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। নিউজিল্যান্ডের প্রত্যাশা থাকবে আফগানিস্তান যেন গ্রুপের বাকি দুই ম্যাচেই হেরে যায়। সেই সঙ্গে নিউজিল্যান্ডকে বাকি দুই ম্যাচে উগান্ডা এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে বিশাল ব্যবধানে জয় হাসিল করতে হবে।

নিউজিল্যান্ডকে হারিয়ে প্ৰথম ম্যাচেই শোরগোল ফেলা আফগানরা দুই ম্যাচে দুটো জয়ে সুপার এইট-এ পৌঁছনোর বিষয়ে ফেভারিট। তুখোড় ফর্মে থাকা আফগানিস্তানকে শুক্রবারেই নামছে পাপুয়া নিউগিনির বিপক্ষে। সেই ম্যাচ জিতলেই আফগানরা পৌঁছে যাবে শেষ আটে। সঙ্গেসঙ্গেই ছিটকে যাবে নিউজিল্যান্ড। এমনকি বৃষ্টিতে খেলা ভেস্তে গেলেও আফগানিস্তানের শেষ আটে পৌঁছনো আটকাবে না। তখন আর কোনও সমীকরণ-ই বেঁচে থাকবে না।

আফগানিস্তান শেষ ম্যাচে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে উত্তেজক লড়াই হবে। দুই দলই ফর্মে থাকায়।

2024-06-13T07:35:01Z dg43tfdfdgfd