বাঁধ ভাঙল আবেগের! চোখ ছলছল সুনীলের…ভক্তদের বললেন ১৯ বছর পাশে থাকার জন্য ধন্যবাদ

ভারতীয় ফুটবল দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ম্যাচে আর তাঁকে দেখতে পাওয়া যাবে না কখনও। ক্লাব ফুটবল আপাতত চালিয়ে যাবেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার। যে বাংলা থেকে ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠা পাওয়া, সেই বাংলাতেই পরিবারের সামনে শেষ ম্যাচ খেলতে নামলেন ভারতীয় ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক। আন্তর্জাতিক ফুটবল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আলি ডাই, লিওনেল মেসির পরই রয়েছেন ৯৪ গোল করা ভারতীয় আইকন, এহেন বর্ণময় কেরিয়ারের সমাপ্তিতে আবেগ চেপে রাখতে পারলেন না সিংহহৃদয় সুনীলও। ছলছল চোখেই দিলেন সমর্থকদের বার্তা, বললেন ১৯টি বছরের দীর্ঘ যাত্রা পথে সমর্থকরা সঙ্গে না থাকলে আজ সাফল্য আসত না।

আরও পড়ুন-ফের ফিরল মেডেল ভারতীয় ড্রেসিং রুমে, বিশেষ কারণে পুরস্কার সিরাজকে

স্ত্রী সোনম থেকে শ্যালক সাহেব, সকলেই এসেছিলেন ভারতীয় অধিনায়কের শেষ ম্যাচ দেখতে। সঙ্গে ছিল ৫০ হাজারের বেশি সুনীলভক্ত, যাদের অধিকাংশের মুখেই ছিল সুনীলের মাস্ক এবং গায়ে ছিল ছেত্রীর নাম লেখা জার্সি। বিদায়লগ্নে এহেন সমর্থন পেয়ে আপ্লুত সুনীল। দল ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে হয়ত যেতে পারবে না, কুয়েত ম্যাচ ড্র করায়। তবে তাঁর থেকেও বড় প্রশ্ন, ভারতীয় দলের ভবিষ্যৎ স্ট্রাইকার কোথায়? এই বয়সে এসেও যে তাঁর মতো গোল করার দক্ষতা বা ক্ষিপ্রতা নেই জাতীয় দলের বাকি স্ট্রাইকারদের।

আরও পড়ুন-সুপার ওভার কাঁটা! পাকিস্তানকে পুরনো স্মৃতি করালেন ভারতীয় বংশদ্ভূত মোনাঙ্ক

যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে নিজের শেষ ম্যাচ খেলার পর বিদায়লগ্নে সুনীল ছেত্রী সমর্থকদের উদ্দেশ্যে বললেন, ‘যারা আমায় ভিডিয়োতে দেখেছ, যারা আমার অটোগ্রাফ নিয়েছ,প্রত্যেকে…পুরনো দিনের সমর্থকরা, সকলকে অনেক ধন্যবাদ। আমার এই ১৯ বছরের দীর্ঘ যাত্রাপথ সম্ভব হত না তোমরা প্রত্যেকে না থাকলে, এই কথাটা আমি মন থেকেই বলছি। যারা এখানে আজকে এসেছ, প্রত্যেককে মন থেকেই ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই খুশি থাকবেন ’।

আরও পড়ুন-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নয়, নামিবিয়াকে হারিয়ে গ্রুপ বির শীর্ষে এখন স্কটল্যান্ড

জাতীয় দলের হয়ে একাধিক রেকর্ডের মালিক সুনীল ছেত্রী। ভারতের হয়ে সর্বোচ্চ ১৫১ ম্যাচ, সর্বোচ্চ ৯৪ গোলের পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চেও তিনি গোলের নিরিখে রয়েছেন চতুর্থ স্থানে। ২০০৭,২০০৯ এবং ২০১২ সালে ভারতের নেহরু কাপ জয়ে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দেশকে জিতিয়েছেন ২০১১, ২০১৫, ২০২১ এবং ২০২৩ সাফ কাপ। ২০০৮ এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালে হ্যাটট্রিক করে ২৭ বছর পর ভারতকে এএফসি এশিয়ান কাপ খেলার সুযোগ করে দিয়েছিলেন তিনি, সেই বর্ণময় অধ্যায়েরই সমাপ্তি ঘটল কুয়েতের বিরুদ্ধে। ম্যাচে সুনীল ছেত্রীকে গার্ড অফ অনার দেন ফুটবলাররা। এআইএফএফ, আইএফএর তরফেও সুনীলকে সংবর্ধিত করা হয় এহেন সাফল্যের জন্য।

2024-06-07T03:55:05Z dg43tfdfdgfd