T20 WORLD CUP TIMINGS: টাকা আসছে, তাই ভারতীয় প্রাইম টাইমেই হচ্ছে বিশ্বকাপ! বিরাট মন্তব্যে তোলপাড় এবার ওয়েস্ট ইন্ডিজ সিইও-র

T20 World Cup timings and Indian Prime Time: ভারতীয় প্রাইম টাইম অনুযায়ী এবারের টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হয়েছে। সেভাবেই তৈরি করা হয়েছে সূচি। এর পিছনে রয়েছে এক বিরাট রহস্য। সেই রহস্য এবার ফাঁস করে দিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জনি গ্রেভ। এবারের টি-২০ বিশ্বকাপ, আমেরিকার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করছে। তিনি যৌথভাবে এতবড় টুর্নামেন্ট আয়োজনের সমস্যা এবং যে লাভ, সেসবও খোলাখুলি বলে দিয়েছেন।

গ্রেভ মেনে নিয়েছেন, এবারের টি-২০ বিশ্বকাপের সূচি ভারতীয় স্ট্যান্ডার্ড সময় (IST)-কে মাথায় রেখেই তৈরি হয়েছে। তার, একটা বিশেষ কারণ আছে বলেও তিনি জানিয়েছেন। গ্রেভের কথায়, ভারত বিশ্ব ক্রিকেটে এক বিরাট শক্তি। ভারত থেকে বিপুল রোজগার হয়। অর্থাৎ, বিশ্ব ক্রিকেটকে বিপুল অর্থ ভারত দেয়। সেই কারণেই টি-২০ বিশ্বকাপের সূচি তৈরির সময় ভারতীয় স্ট্যান্ডার্ড সময় (IST)-এর কথা মাথায় রাখা হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে গ্রেভ বলেছেন, ‘আমার মনে হয়, একথা সকলেই মেনে নেবেন যে আইসিসি আয়োজিত ক্রিকেটের সবচেয়ে বেশি আয় একটা বাজার থেকেই হয়। আর, সেই কারণেই আমরা ম্যাচের সময়টা ইন্ডিয়ান প্রাইম টাইম আর আয়োজনের স্থানের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক করেছি। কিছু ম্যাচ আমরা সকালের দিকে রেখেছি। কিছু ম্যাচ স্টার স্পোর্টসের জন্য আমরা যতটা সম্ভব পিছিয়ে দিয়েছি। যাতে সেখানকার (ভারতীয়) দর্শকরা ম্যাচটা দেখতে পান।’

এবারের টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজকদের অন্যতম ওয়েস্ট ইন্ডিজ। তাদের ম্যাচ আয়োজনের স্ট্র্যাটেজিও জানিয়ে দিয়েছেন গ্রেভ। তিনি বলেছেন, সকালের দিকে ম্যাচে আমরা পড়ুয়াদের মাঠে নিয়ে আসার টার্গেট করেছি। আর, বিকেলের দিকে আমাদের লক্ষ্য হল যত বেশিসংখ্যক স্থানীয় দর্শকদের মাঠমুখো করা। তিনি বলেন, ‘আয়োজক দেশ হিসেবে আমরা সকালের দিকে কিছু ম্যাচ বিনামূল্যে স্থানীয় শিশুদের দেখানোর ব্যবস্থা করেছি।’

আরও পড়ুন- নেইমারও এবার কোহলির পিছনে! বিশ্বকাপে খেলতে নামার আগেই রেকর্ডের মহা-সিংহাসনে বিরাট, সামনে কেবল রোনাল্ডো

গ্রেভ বলেন, ‘ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশগুলো কোনও টুর্নামেন্টের আয়োজন করলে, সেখান থেকে অনেক বেশি অর্থ আয় হয়। ওই দেশগুলো টুর্নামেন্টের সম্প্রচার সংস্থার থেকে ওই অর্থ তুলেও নেয়। কিন্তু, এবার যৌথ আয়োজক হওয়ায়, রোজগারের অর্থ আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ভাগ হবে। এর পরেরবারের টুর্নামেন্টের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। সেই সময় উঠে আসা অর্থ আরও বেশি দেশের মধ্যে ভাগ হয়ে যাবে।’ এমনটাই জানিয়েছেন গ্রেভ।

2024-06-05T15:05:38Z dg43tfdfdgfd