লিগের উদ্বোধনে নেই মোহনবাগানের পতাকা,রেগে ফায়ার বাগান সচিব! সাফাই দিয়ে দায় ঝাড়ল আইএফএ

কলকাতা লিগে মোহনবাগান খেলবে তাও কোনও বিতর্ক ছাড়া এটা সাম্প্রতিককালে দেখা যায়নি। বারবারই আইএফএ অর্থাৎ বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে উপেক্ষা করার অভিযোগ উঠেছে বাগানের বিরুদ্ধে। অবশ্য এক্ষেত্রে আইএফএর দোষ নেই, তা বললে চলবে না। মোহনবাগানের দীর্ঘদিনের প্রাপ্য অর্থ বাকি থাকায় তাঁরাও খেলবেন না বলেই হুমকি দিয়েছেন বহুবার। গতবার তো ডার্বি আয়োজনই করতে পারেনি আইএফএ, অথচ সেই মোহনবাগান ইস্টবেঙ্গলই কলকাতা লিগের আগে ডুরান্ডে দুবার ডার্বি খেলেছিল। এই পরিস্থিতিতে এবার অনেকটা আঁটঘাট বেঁধেই নেমেছিল আইএফএ। মোহনবাগানের সঙ্গে কোনওরকম বিরোধ এড়িয়ে চলার প্রচেষ্টাতেই ছিলেন তাঁরা। কিন্তু কলকাতা লিগের প্রথম ম্যাচেই দেখা দিল বিতর্ক, যা নিয়ে বেজায় অসন্তুষ্ট মোহনবাগান।

আরও পড়ুন-বিশ্বকাপে ডাহা ফেল অজিরা, টি২০ দলে কি আসবে বড় বদল?ভেতরের কথা ফাঁস করলেন হেজেলউড

মঙ্গলবার ঘটা করে এবারের কলকাতা লিগের সূচনা হয়। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে জিৎ গাঙ্গুলির গান থেকে চিয়ারলিডারদের নাচ, সবই ছিল। রাজ্যের মন্ত্রীরাও এসেছিলেন, মহমেডান স্পোর্টিং ক্লাবের তরফে কর্তারাও আইলিগ ট্রফি এনেছিলেন। কিন্তু এরই মধ্যে বিতর্কের সূত্রপাত মোহনবাগান ক্লাবের পতাকা না থাকা নিয়ে। আইএসএলে বাংলার সবচেয়ে সফল দল মোহনবাগানের পতাকা না থাকলেও কলকাতা লিগের অন্য দলগুলোর সঙ্গেই দেখা যায় ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের পতাকা। খবর কানে আসতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত। কলকাতা লিগের উদ্বোধনে শতাব্দী প্রাচীন ক্লাবের পতাকা ঝোলানোর প্রয়োজন কীভাবে করলেন না আইএফএ কর্তারা, প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি জানিয়ে দেন, সমর্থকরাই এর জবাব দেবেন।

আরও পড়ুন-‘ওদের সেমিতে খারাপ অভিজ্ঞতা আছে, আমাদের নেই’, দঃ আফ্রিকা ম্যাচের আগে হুঙ্কার ট্রটের

আইএফএ সচিব অনির্বাণ দত্ত অবশ্য বিষয়টি নিয়ে নিজেদের কোনও ভুলই দেখছেন না। তাঁর সাফ জবাব, নিয়মমাফিক কলকাতা লিগে খেলা সব দলকেই তাঁরা পতাকা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। সেই মতো মোহনবাগান সুপার জায়ান্টসকে তাঁর মেলও করেছিলেন। কিন্তু তারা পতাকা দেননি বলে, তা বাকি দলের পতাকার সঙ্গে ঝোলানো সম্ভব হয়নি। এক্ষেত্রে মোহনবাগান এবং আইএফএ-এর ঠান্ডা লড়াইয়ের কথাই মনে পড়ে যাচ্ছে ময়দানের ফুটবল বিশেষজ্ঞদের। কারণ আইএফএফ বারবার অভিযোগ করেছে এতদিন মোহনবাগান তাঁদের চিঠির জবাব দিতে চায় না, দিলেও দেরি করে দেয়। এবার পাল্টা তাঁদের কোর্টেই বল ঠেললেন আইএফএ সচিব। 

আরও পড়ুন-অতীতে বিশ্বকাপের সেমির গণ্ডি পার করেনি প্রোটিয়ারা, এবার কি কাটবে ফাঁড়া?

আইএফএ সচিবের কথা শুনে মোহনবাগান সচিব অবশ্য আক্ষেপের সুরেই জানিয়েছেন, আইএফএর উচিত ছিল তাঁদেরকে ব্যক্তিগত স্তরে একবার জানানো যখন তাঁরা দেখেছেন ফ্ল্যাগ এসে পৌঁছায়নি। শতাব্দী প্রাচীন ক্লাবের ঐতিহ্য এবং অবদানের কথা মাথায় রাখা উচিত ছিল আইএফএর, মনে করিয়েছেন বাগান সচিব।

2024-06-26T13:53:22Z dg43tfdfdgfd