জল্পনার অবসান! মোহনবাগান নয়, মুম্বইতেই আরও তিন বছর থাকছেন ছাংতে...

ভারতীয় ফুটবলে বর্তমানে বহুচর্চিত ফুটবলারের নাম লালিয়ানজুয়ালা ছাংতে। ভারতীয় ফুটবল দলের অপরিহার্য অঙ্গ এই পাহাড়ি ফুটবলার। মুম্বই সিটি দলের হয়ে দীর্ঘদিন খেলছেন। দলকে দিয়েছেন আইএসএল শিল্ড, আইএসএল নক আউট ট্রফি। আরব সাগরের তীরের দলের প্রথম একাদশের সদস্য ছাংতে। দলবদলের বাজারে তাঁকে পেতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল একাধিক ক্লাব। তাঁর মধ্যে অবশ্যই ছিল মোহনবাগান সুপার জায়ান্টসও। এবারে এএফসির আসরে বড় প্রতিযোগিতায় নামবে বাগান। অতীতে এএফসি কাপে চার পাঁচ গোল খেয়ে চলে আসত কলকাতার ক্লাব। কিন্তু বর্তমানে এমবিএসজির মালিকের নাম সঞ্জীব গোয়েঙ্কা, যিনি হারতে একদম পছন্দ করেননা। তাই দল সাজাতে কোনওরকম কার্পন্য করেননি, যদিও লালিয়ানজুয়ালা ছাংতেকে দলে নিতে পারল না সবুজ মেরুন শিবির।

আরও পড়ুন-হাত বাড়াচ্ছেন কিন্তু ফস্কে যাচ্ছে....দেখুন বুমরাহর 'অপদস্থ' হওয়ার ভিডিয়ো

মরশুম শুরুর আগেই অসুস্থ হাবাসের পরিবর্তে হাইপ্রোফাইল স্পেনের কোচ জোসে মোলিনাকে দলে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস দল। এরপর মুম্বই সিটি এফসি থেকেই দীর্ঘমেয়াদি চুক্তিতে আপুইয়াকে দলে নেয় বাগান। পাঁচ বছরের চুক্তিতে আসেন তিনি। তারপরই শোনা যায়, মুম্বই দলের আক্রমণের প্রাণ ভোমরা লালিয়ানজুয়ালা ছাংতেকেও দলে নিতে পারে বাগান, তার জন্য যত টাকা লাগে খরচা করতে রাজি টিম ম্যানেজমেন্ট। কিন্তু এরই মধ্যে শোনা যায়, মোলিনার কম্বিনেশনে নাকি ঠিকভাবে জায়গা পাচ্ছেন না ছাংতে, সেই কারণেই শেষ পর্যন্ত তাঁকে আর দলে নেওয়া হল না। মুম্বইতেই থেকে যাচ্ছেন এই তারকা ফুটবলার।

আরও পড়ুন-আমরা এটায় পারদর্শী, আমাদের বোঝাতে আসিস না-রিভার্স সুইং নিয়ে রোহিতকে তোপ ইনজির

মুম্বই সিটি এফসি দলের পক্ষ থেকে শুক্রবারই ঘোষণা করা হল দলকে একাধিক ট্রফির স্বাদ দেওয়া লালিয়ানজুয়ালা ছাংতে দল ছেড়ে কোথাও যাচ্ছেন না, থাকছেন আরব সাগর তীরের দলেই। তাও এক বছরের জন্য নয়, তিন বছরের জন্য অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত। এক্ষেত্রে বলে দেওয়া ভালো চুক্তি থাকলেও বিপুল ট্রান্সফার ফির বিনিময় তাঁকে পরে ছেড়েও দিতে পারে সিটি গ্রুপের এই ক্লাব। অর্থাৎ ফুটবলে ক্লাবের সাফল্যের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও দলের সম্ভাবনার বিষয়টি খোলাই রেখেছেন তাঁরা। কারণ পরবর্তী সময় ছাংতের দর আরও বাড়লে সেক্ষেত্রে আরও চড়া দামে তাঁকে ছাড়তেও পারবে তাঁরা।

আরও পড়ুন-এবারও 'আনলাকি' কেটলবরো থাকছেন ফাইনালে, তাও কিছুটা স্বস্তি পেতে পারেন রোহিতরা

ভারতীয় ব্রিগেড এমনিতে মোহনবাগানের অত্যন্ত ভালো। আপুয়ার পাশাপাশি মাঝমাঠে রয়েছেন অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ। দুই উইংয়ে লিস্টন, মনবীর ছাড়াও ডিফেন্সিভ ব্লকারে রয়েছেন অভিষেক সূর্যবংশী। সামনে জোড়া বিদেশী খেলবেন তা নিশ্চিত। ফলে এখনই ছাংতেকে নিতে অল আউট ঝাঁপাল না সবুজ মেরুন শিবির।

2024-06-28T12:30:57Z dg43tfdfdgfd