HARDIK PANDYA WIFE: স্বামীর দুরন্ত পারফরম্যান্সে বিশ্বজয়ী ভারত, চুপই রইলেন হার্দিকের স্ত্রী

এবার টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে যদি হিরো কেউ হয়ে থাকেন তিনি হলেন হার্দিক পান্ডিয়া। ব্যাটিং হোক বা বোলিং তাতে তিনি দাপট দেখিয়েছেন। IPL-এর খারাপ পারফরম্যান্স ও অধিনায়কত্বের পর তাঁকে নিয়ে যে নিন্দা হয়েছিল, সেখান থেকে তিনি কামব্যাক করেছেন বিশ্বকাপে। তাঁর বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন ওঠা থেকে শুরু করে তাঁকে সহ অধিনায়ক করা নিয়ে প্রশ্ন উঠেছিল। আর তিনি বিশ্বকাপ জিতিয়ে সেটা প্রমাণ করেছেন।

একবারে বিশ্বকাপে জেতায় যেখানে হার্দিক পান্ডিয়ার প্রশংসা হচ্ছে সেখানে তাঁকে নিয়ে চুপ রইলেন তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ। ভারত বিশ্বকাপ জেতার পর প্রত্যেকে শুভেচ্চা জানালেও নাতাশার প্রোপাইল থেেকে কোনও পোস্ট দেখা যায়নি। এবার বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখতে হাজির ছিলেন না নাতাশাও। ফলে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপের আগে শিরোনামে হার্দিকের সম্পর্ক

IPL-এর ও বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচের মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। নাতাশা তাঁর প্রোফাইল থেকে পান্ডিয়া শব্দটা সরিয়ে দেওয়ার পর আলোচনা শুরু হয়। শুধু তাই নয়, নাতাশা তাঁর প্রোফাইল থেকে তাঁর ও হার্দিকের অনেক ছবি সরিয়ে দেন। পরে অবশ্য সেগুলো ফিরিয়ে আনেন, কিন্তু হার্দিককে বিশ্বকাপ নিয়ে কোনওরকম শুভেচ্ছা জানাননি নাতাশা। যারপর তাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে ফের জল্পনা দানা বাঁধতে শুরু করেছে।

বিশ্বকাপ নিয়ে কোনও পোস্ট নয় নাতাশার

এবার বিশ্বকাপ নিয়ে নাতাশা স্ট্যানকোভিচ একটাও পোস্ট করেননি। বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি নিজেকে নিয়ে সব পোস্ট করেছেন। তাঁর মেকআপ, পোশাক, নাচের রিল শেয়ার করেছেন। পুত্র সন্তানের সঙ্গে কয়েকটা ছবি আছে তাঁর। বিশ্বকাপ ফাইনালের একদিন আগে তিনি শেষ পোস্টটি করেন।

নাতাশা স্ট্যানকোভিচ টিম ইন্ডিয়ার হয় সবথেকে বড় সমর্থক ছিলেন। গ্যালারি থেকে দলের হয়ে গলা ফাটানো হোক বা চিয়ার করা সবকিছুতেই ছিলেন তিনি। IPL-এও একই ছবি দেখা গিয়েছিল। কিন্তু গত IPL-এ তাঁর অনুপস্থিতি ও এবার বিশ্বকাপ নিয়ে তাঁর চুপ থাকা প্রশ্ন তুলে দিয়েছে অনেকগুলো।

অন্যদিকে হার্দিক পান্ডিয়াকে এবার টি-২০ ক্রিকেটের নেতা হিসেবে দেখা হচ্ছে। রোহিত শর্মার অবসরের পর হার্দিক দলকে নেতৃত্ব দিতে পারেন বলে মনে করা হচ্ছে। জয় শাহ সেই ইঙ্গিত দিয়েছেন।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-07-01T10:55:14Z dg43tfdfdgfd