প্রতিভাবান এক ক্ষুধার্ত প্রজন্ম, টি-টোয়েন্টিকে বিরাট-রোহিত-জাডেজার টা টা

সব্যসাচী সরকার, নিউ ইয়র্কএই দুনিয়া ঘোরে বন বন বন বন…সত্যিই! আমেদাবাদে গত বছরের ১৯ নভেম্বর কোচ হিসেবে থাকা না থাকা নিয়ে উদাসীন লেগেছিল তাঁকে। বলেছিলেন, ‘আগে এই হার হজম করি, ভাবিনি কিছুই এখনও।’ আজ যখন বার্বেডোজে ম্যাচ শেষে রোহিত-বিরাট-স্কাইরা কোচকে শূন্যে ছুড়ছেন আর লুফছেন, সাত মাস আগে রাহুল দ্রাবিড়ের মুখটা মনে পড়ছিল। সেই মুখ যদি বিপন্নতার কথা বলে, কেনসিংটন ওভালে দ্রাবিড়ের মুখ আঁকছে পরিতৃপ্তির জ্যামিতি।

স্পোর্টস সব সময়েই আশ্চর্য সব ছবি তৈরি করে। শেষ বিচারে কখনও তা ব্যক্তিকে ঢেকে ফেলতে পারে চূড়ান্ত বিষাদে, কখনও ফিরিয়ে দিতে পারে জীবনের শ্রেষ্ঠতম মুহূর্ত। রোহিত শর্মা বলছিলেন, ‘সবই উপরে ঠিক করা ছিল। কাপটা আমাদেরই ভাগ্যে ছিল।’ কিন্তু ক্লাসেনের উইকেট যাওয়ার আগে জয় নিয়ে ভাবার কোনও সুযোগ ছিল? রোহিত জানতেন, স্কাই নেবেন ওই বিস্ময়কর ক্যাচ?

তিরাশিতে লর্ডসে মারমুখী ভিভকে ফেরানোর জন্য কপিলের ক্যাচের তুলনা টানছেন অনেকেই। রোহিত তুলনায় যাচ্ছেন না। ‘তুলনা করছেন কেন? ওটা ইতিহাসে যেখানে আছে, থাক না। টেনে আনার কী দরকার?’ তার পরে বলছেন, ‘স্কাইয়ের মাথা ঠান্ডা। আমি লংয়ে যেখানে ছিলাম, দেখেছিলাম, ক্যাচটা ও নিয়েছে। কিন্তু যতক্ষণ না স্কোরবোর্ডে আউট দেখাচ্ছে, নিশ্চিত হওয়া সম্ভব ছিল না।’

এক কথায়, কপিলের তিরাশির ক্যাচের প্রেক্ষাপট, পরিস্থিতি ভিন্ন। এই ক্যাচের সঙ্গে তুলনা হয় না। বাউন্ডারি লাইনে শরীরের ব্যালান্স হারিয়েও ঠিক সময়ে বল ভিতরে ছুড়ে আবার মোমেন্টাম ধরে রেখে ফিরে আসাটা আধুনিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে একটা শিল্প। তার উপরে শেষ ওভারে ওই ছক্কার উপরে নির্ভর করেছিল গোটা ম্যাচ। কপিলের ক্যাচের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলা যায়, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্কাইয়ের ক্যাচই ম্যাচ ঘোরানো শ্রেষ্ঠতম ক্যাচ।

সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটে শনিবার থেকেই ভেসে আসছে অজস্র ছবি। কোথাও বিরাট উদ্দাম ভাঙরা নাচছেন অর্শদীপের সঙ্গে, কোথাও ফেসটাইমে কথা বলছেন সন্তানদের সঙ্গে। আবার কোথাও হেড কোচ রাহুলের বুকে শিশুর মতো গুঁজে দিয়েছেন মাথা। আবার রোহিত মেয়েকে কাঁধে চাপিয়ে ঘুরছেন মাঠ, স্নেহচুম্বন এঁকে দিচ্ছেন ভাইস ক্যাপ্টেন পান্ডিয়ার গালে। সেই পান্ডিয়া, যাঁর নেতৃত্বে খেলতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সে, আরব সাগরের তীরে ক্রমাগত হয়েছে জলঘোলা। সেই হার্দিকের স্লোয়ারেই ক্লাসেনের উইকেট, শেষ ওভারে তাঁর হাতে বল তুলে দিতে ভাবেননি রোহিত।

শনিবারের বার্বেডোজে দাঁড়ি পড়ল ভারতীয় ক্রিকেটের এক রোমাঞ্চকর চ্যাপ্টারের। তিন বছরের কোচিং জীবন শেষে ট্রফি হাতে বিদায়ী কোচ রাহুল। সঙ্গে প্রতিভাবান ক্ষুধার্ত এক প্রজন্মের দুই কিংবদন্তি। বিরাট আর রোহিত। বিরাটের টি-টোয়েন্টি কেরিয়ার শেষ হচ্ছে ফাইনালের ওই ৭৬ দিয়ে। বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী টিমের সদস্য। আবার রোহিত বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন প্লেয়ার ও ক্যাপ্টেন হিসেবে। ম্যাচ শেষে প্রেসের সামনে টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর, রবিবার একই রাস্তায় হেঁটেছেন রবীন্দ্র জাডেজাও।

গোটা টিমের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার বোর্ডের। তবে ২০২২ বিশ্বকাপের পর থেকেই রোহিত-বিরাটকে টি-টোয়েন্টি ফর্ম্যাটের বাইরে রাখতে চেয়েছিল বোর্ড। কিন্তু ২০২৩ বিশ্বকাপের সময়ে হার্দিকের চোটে বদলে যায় ছবি। স্রেফ বিশ্বকাপের কথা ভেবেই টিমে ফেরানো হয় রোহিত-বিরাটকে। অভিজ্ঞতাকে পুরো অস্বীকার করতে চায়নি বোর্ড। শনিবার ভারত কাপ না জিতলেও এই বিশ্বকাপের পরে তাঁদের ছাড়তেই হত এই ফর্ম্যাট।

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের যে চলন, তার সঙ্গে একেবারেই খাপ খায় না বিরাটের ব্যাটিং স্টাইল। কিন্তু ফাইনালে সেই তাঁকেই দরকার পড়ল ভারতের। তাঁর ব্যাট থেকেই এল ৫৯ বলে ৭৬। বিদায় নিয়ে বলছেন, ‘আমি আর রোহিত বহুবার নিজেদের মধ্যে আলোচনা করেছি, যাওয়ার আগে এই ট্রফিটা দিয়ে যেতে হবে। সেটা অবশেষে এল। আমার ছয় নম্বর বিশ্বকাপ, রোহিতর নয় নম্বর। ট্রফিটা ওর প্রাপ্য। এখন নতুন প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময়।’

কী দিয়ে গেলেন বিরাট-রোহিত-জাডেজা? বিরাট মানে চিরকালই বিগ ম্যাচ প্লেয়ার, আগ্রাসনের সঙ্গে স্কিলের আশ্চর্য সহাবস্থান। রোহিত চিরকালের খামখেয়ালি শিল্পী, ক্যাপ্টেন হিসেবে চূড়ান্ত হিসেবি ও পরিণত। এই বিশ্বকাপে ততটা সফল না হলেও জাডেজা এখনও সব ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

বিরাট-রোহিত-জাডেজার শূন্যস্থান কারা ভরবেন? চিন্তার কোনও কারণ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে নেই। শুবমান, তিলক, অভিষেকরা আছেন, থাকবেন। বার্বেডোজে একটা অধ্যায় শেষ হল মাত্র, নতুন অধ্যায় লেখার জন্য তৈরি ভারতীয় ক্রিকেট।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-07-01T07:24:44Z dg43tfdfdgfd