PAKISTAN KNOCKED OUT: বৃষ্টিতে ফিউজ উড়ল পাকিস্তানের! কাঁদতে কাঁদতে বিশ্বকাপ থেকে বিদায় বাবর আজমদের

Pakistan knocked out: সরু সুতোর ওপর ঝুলছিল পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য। শুক্রবার সমস্ত হিসেব নিকেশ থামিয়ে ছিটকে গেল পাকিস্তান। ফ্লোরিডায় পাকিস্তান শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে রবিবার। সেই ম্যাচের ৪৮ ঘন্টা আগেই ভাগ্য নির্ধারণ হয়ে গেল পাক দলের।

পাকিস্তান এবং ইউএসএ দুই দলই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করার দাবিদার ছিল। ভারত একদিন আগেই শীর্ষ স্থান নিশ্চিত করে পৌঁছে গিয়েছে। বৃষ্টিতে ইউএসএ বনাম আয়ারল্যান্ড ম্যাচ ধুয়ে যাওয়ার সঙ্গেসঙ্গেই দাড়ি পড়ে যায় পাকিস্তানের স্বপ্নে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ থেকে ১ পয়েন্ট অর্জন করার পর ইউএসএ ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে যাওয়া নিশ্চিত করল।

রাত এগারোটায় যখন সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় ম্যাচ পরিত্যক্ত। তখনই পাকিস্তানের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। গতবারের রানার্স আপদের বিদায় হয়ে গেল গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই।

ইউএসএ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট সংগ্রহ করল। এর অর্থ তারা পাঁচ পয়েন্ট অর্জন করে ফেলল। রবিবার আয়ারল্যান্ডকে পাকিস্তান হারালেও বাবর আজমরা সর্বোচ্চ চার পয়েন্টে পৌঁছতে পারেন।

কোয়ালিফাই করার জন্য পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে ইউএসএ বনাম আয়ারল্যান্ড ম্যাচ হতেই হত। এবং সেই ম্যাচে আয়ারল্যান্ডের জয় লাভ দরকার ছিল পাকিস্তানের। সেই অংক মিললেই রবিবার আইরিশদের হারিয়ে শেষ আটে পৌঁছনোর সুযোগ থাকত। তবে বৃষ্টি সব পন্ড করে দিল। নিভিয়ে দিল পাকিস্তানের যাবতীয় আশা।

বিস্তারিত আসছে…

2024-06-14T18:10:36Z dg43tfdfdgfd