UKRAINE SHOW WAY TO TIMID BANGLADESH: বাংলাদেশের মতো ভীতু নয় ইউক্রেন!বেলজিয়ামকে ভয় ধরিয়ে মাথা উঁচু করে বিদায় ইউরো থেকে

ইউরোয় ইউক্রেন-বেলজিয়াম ম্যাচটা কি দেখছিল বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল? যদি শাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তরা সেই ম্যাচটা দেখে থাকেন, তাহলে সম্ভবত দু'দিন আগে তাঁদের দৃষ্টিভঙ্গি নিয়ে আরও একবার ভেবে দেখবেন। কারণ ইউরোয় টিকে থাকতে বিশ্বের তিন নম্বর দল বেলজিয়ামের বিরুদ্ধে যেভাবে অল-আউট অ্যাটাকে গেল ইউক্রেন, তাতে এক-এক সময় মনে হচ্ছিল যে কেভিন দ্য ব্রুইনরাই র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে আছেন। আদতে ফিফার ক্রমপর্যায়ে ২৪ নম্বরে আছে ইউক্রেন। যদিও শেষপর্যন্ত গোলশূন্য ড্র হওয়ায় ইউরো থেকে ছিটকে গেল সেরহিই রেবরোভের দল। ছিটকে গেলেও জার্মানি থেকে মাথা উঁচু করেই ইউক্রেন বিদায় নিল। আর বেলজিয়াম নিজেদের ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছে যে ইউক্রেনের কাছে হেরে গিয়ে ইউরো থেকে বিদায় নিতে হয়নি।

হাড্ডাহাড্ডি গ্রুপ ‘ই’-র লড়াই

বুধবার গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে 'গ্রুপ ই' অত্যন্ত আকর্ষণীয় জায়গায় দাঁড়িয়েছিল। সব দলেরই ঝুলিতে তিন পয়েন্ট ছিল। গোলপার্থক্যে চার নম্বরে ছিল ইউক্রেন। সেরকম জায়গা থেকে খেলতে নেমে ১-১ গোলে ড্র করে রোমানিয়া এবং স্লোভাকিয়া। আর সেই দুটি গোল হয়ে যায় ম্যাচের ৩৭ মিনিটের মধ্যেই। ফলে আগে থেকেই ইউক্রেন জানত যে ড্র করলে চলবে না। ইউরোয় টিকে থাকতে বেলজিয়ামকে হারাতেই হবে। 

রক্ষণের প্লেয়ার আক্রমণের খেলোয়াড় নামায় ইউক্রেন

তাই বেলজিয়ামের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে কুঁকড়ে না থেকে আক্রমণে যায় ইউক্রেন। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের পরে বেলজিয়ামের আধিপত্য বাড়তেই পালটা ইউক্রেন অ্যাটাকিং পথে হাঁটে। এরকম সময় সাধারণত ‘ছোট’ দলগুলি সাধারণত রক্ষণাত্মক পরিবর্তন করে থাকে। কিন্তু জয়ের লক্ষ্যে রক্ষণ ভাগের খেলোয়াড় তুলে নিয়ে একাধিক আক্রমণ ভাগের খেলোয়াড় নামান ইউক্রেনের কোচ রেবরোভ।

আরও পড়ুন: Mohun Bagan troll East Bengal: আপুইয়া নাকি ইস্টবেঙ্গল জার্সিতে! কটাক্ষ করে ‘জটায়ুর’ মতো ছিনিয়ে নিল মোহনবাগান

সেই পরিবর্তন কাজেও দেয়। একাধিকবার বেলজিয়ামের ডিফেন্স ভেদ করে ঢুকে যায় ইউক্রেন। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে দুর্বলতার কারণে গোলটা করতে পারেনি। একবার তো বুদ্ধিদীপ্ত কর্নারে বেলজিয়ামের জালে প্রায় জড়িয়ে দিচ্ছিল ইউক্রেন। একদম গোললাইনের উপর থেকে বলটা ঠেলে বের করে দেন বেলজিয়ামের গোলকিপার কোয়েন কাসটিলস। স্রেফ কয়েক মিলিমিটারের জন্য গোল পায়নি ইউক্রেন। 

আরও পড়ুন: Euro 2024 Group C: ইংল্যান্ডের সঙ্গে ড্র করেও Round of 16-এর টিকিট পেল স্লোভেনিয়া, শেষ ষোলোতে ডেনমার্ক

সেইসময় বেলজিয়ামকে চেপে ধরেছিলেন রেবরোভের ছেলেরা। এমনই পরিস্থিতি হয় যে সাহস করে আক্রমণে উঠতে পারছিল না বেলজিয়াম, যাতে ডিফেন্সে ফাঁক না তৈরি হয়ে যায়। কোনওক্রমে বাকি সময়টা কাটাতে চাইছিল। যে চেষ্টায় সফল হন ব্রুইনরা। গোলশূন্য ড্র হয়।

৪ পয়েন্ট ৪ দল, গোলপার্থক্যে বিদায় ইউক্রেনের

আর জিততে না পারায় গ্রুপ ‘ই’-তে চতুর্থ স্থানে শেষ করে ইউরো থেকে ছিটকে গিয়েছে ইউক্রেন। গ্রুপ ‘ই’-র চারটি দলের ঝুলিতেই আছে চার পয়েন্ট। গোলপার্থক্যে গ্রুপের শীর্ষে শেষ করেছে রোমানিয়া। দ্বিতীয় হয়েছে বেলজিয়াম। দু'দলই সরাসরি নক-আউটে চলে গিয়েছে। তৃতীয় সেরা দল হিসেবে নক-আউটে যাওয়ার সুযোগ আছে স্লোভাকিয়ার সামনে। ঝুলিতে চার পয়েন্ট থাকলেও গোলপার্থক্যই ইউক্রেনের স্বপ্ন ভেঙে দিয়েছে।

‘ভীতু, ভীরু’ বাংলাদেশ ক্রিকেট দল

বুধবার ইউক্রেন যে সাহসটা দেখাল, সেটা সোমবার (স্থানীয় সময় অনুযায়ী) দেখাতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিরুদ্ধে ১২.১ ওভারের মধ্যে ১১৬ রান তাড়া করে ফেললে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর সুযোগ ছিল ‘টাইগার’-দের কাছে। শুরুটাও সেরকমভাবেই করেছিল। কিন্তু তারপর সেই আশা ছেড়ে দেয়। শুধুমাত্র নেহাত জয়ের জন্য খেলছিল। যে জয়ের কোনও মূল্য ছিল না। কারণ জিতলেও বিশ্বকাপ থেকে ছিটকেই যেত। শেষপর্যন্ত হেরেই যায় ম্যাচটা। যে কারণে ভীতু, ভীরুর মতো শব্দ শুনতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। 

আরও পড়ুন: Euro 2024: মদ্রিচের পেনাল্টি মিস, একেবারে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্রয়ে স্পেনের সঙ্গে নকআউটে ইতালি

2024-06-26T19:24:04Z dg43tfdfdgfd