INDIA NATIONAL CRICKET TEAM: রাহুল-গিলকে বাদ দেওয়া থেকে চার স্পিনার, ভারতের বিশ্বজয়ের নেপথ্যে আগরকর ম্যাজিক

এবার IPL-এর মাঝে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে নির্বাচকরা। এবার বিশ্বকাপে অনেক চমক দিয়েছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তবে এই দল নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। বিশেষ করে দলে কিছু প্লেয়ারকে না নেওয়া ও চারজন স্পিনারকে খেলানো নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়। আরও বড় প্রশ্ন ছিল, জাতীয় দলের হয়ে ওপেন না করা বিরাট কী করে টি-২০ বিশ্বকাপে ওপেনে সাফল্য পাবেন।

কী কী প্রশ্ন উঠেছিল বিশ্বকাপের দল গঠনের পর?

এবার বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়নি কেএল রাহুল, শুভমান গিলকে। এই দুই প্লেয়ার দলের হয়ে নিয়মিত সদস্য। তাদের প্রথম ১৬ জনের দলে রাখা তো দূর তাদের রাখা হয়নি রিজার্ভ বেঞ্চেও (গিলকে প্রথমে রাখা হলেও পরে তাঁকে ফেরানো হয়)। দলের অন্যতম ভরসার দুই প্লেয়ার যাদের অভিজ্ঞতা অনেক বেশি তাদের কেন বাদ রাখা হল তা নিয়ে নিন্দিত হন নির্বাচকরা।

এরপর আরও একটা প্রশ্ন ওঠে। সেটা হচ্ছে চারজন স্পিনার। এবার বিশ্বকাপে তিনজন বাঁহাতি স্পিনার ও একজন ডান হাতি স্পিনারকে নিয়ে খেলতে নামে ভারতীয় দল। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার সঙ্গে ছিলেন যুজবেন্দ্র চাহাল। এদের মধ্যে চাহাল একটাও ম্যাচ না খেললে বাকিরা খেলেছেন আর এবার বিশ্বকাপে ফাইনাল বাদে প্রতিটা ম্যাচে সাফল্য পেয়েছেন স্পিনাররা। স্লোয়ার পিচে রান চাপা হোক বা উইকেট তোলা হোক স্পিনাররা সবসময় এগিয়ে গিয়েছেন। ফাইনাল ম্যাচে স্পিনাররা খুব একটা সাফল্য পাননি।

তৃতীয় প্রশ্ন ছিল হার্দিক পান্ডিয়ার অন্তর্ভুক্তি। হার্দিক পান্ডিয়া এবার IPL-এ অন্যতম খারাপ পারফর্ম করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর তিনি ব্যর্থ হন। ব্যাটিং ও বোলিংয়ে তিনি ব্যর্থ হন। এরপর জাতীয় দলে তাঁকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। ব্যর্থ হওয়া হার্দিককে কেন সুযোগ দেওয়া হল? এবং তাঁকে সুযোগ দেওয়া হলেও কেন তাঁকে সহ অধিনায়ককরা হল সেই প্রশ্ন তুলতে থাকেন অনেকে।

হার্দিক সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন। যেভাবে তিনি ম্যাচের পর ম্যাচ ক্যামিও ক্রিকেট খেলেছেন এবং তিনি বল হাতে যেভাবে উইকেট নিয়েছেন সেটা প্রশংসিত হয়েছে। বিশেষ করে ফাইনাল ম্যাচে তিনি ডেথ ওভারে যেই বোলিং করেছেন এবং দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তাতে নির্বাচকদরে সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে।

সব মিলিয়ে অজিত আগরকরের নির্বাচক বেঞ্চ এবং টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রথমে প্রশ্ন উঠলেও সেটা বিশ্বকাপ জিতে উত্তর দিয়ে দিলেন তাঁরা।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-07-01T08:54:56Z dg43tfdfdgfd