BANGLADESH SUPER 8 QUALIFICATIONS: নেপালের হারে স্বস্তি, তবু সুপার-৮ নিশ্চিত নয় বাংলাদেশের! টাইগারদের গর্জনে থাবা বসাতে পারে নেদারল্যান্ডস

Bangladesh t20 world cup super 8 qualification scenario: গ্রুপ ডি-কে ধরা হচ্ছিল গ্রুপ অফ ডেথ। সেটাই হল। শ্রীলঙ্কা প্ৰথম দল হিসেবে ছিটকে গিয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গেই নেপাল, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস লড়াইয়ে ছিল শেষ আটে পৌঁছনোর বিষয়ে।

নেপাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার জিতলেই আরও উত্তেজনা হাজির হত। তবে ১ রানে নেপাল হারতেই স্বস্তি ফিরেছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস শিবিরে। নেপালের পক্ষে আর সুপার এইট-এ পৌঁছনো সম্ভব নয়।

বাংলাদেশ একদিন আগেই নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়ে শেষ আটে পৌঁছনোর জন্য এক ধাপ পা বাড়িয়েই রেখেছে। শেষ মুহূর্তে বড়সড় অঘটন না ঘটলে বাংলাদেশই দক্ষিণ আফ্রিকার সঙ্গে পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে ফেভারিট। তবে তাদের সুপার এইট পৌঁছনো এখনও নিশ্চিত নয়।

কীভাবে?

বাংলাদেশ শেষ ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে। অন্যদিকে, শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। শেষ ম্যাচে বাংলাদেশ হারলে এবং নেদারল্যান্ডস জিতলে দুই দলেরই পয়েন্ট দাঁড়াবে ৪-এ। তখন নেট রানরেট বিবেচ্য হবে শেষ আটে পৌঁছনোর জন্য।

বর্তমানে বাংলাদেশ নেট রানরেটে (+০.৪৭৮) এগিয়ে নেদারল্যান্ডসের (-০.৪০৮) থেকে। নেদারল্যান্ডস নেপালকে হারালেও, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের কাছে হার হজম করেছিল। তারা রয়েছে ২ পয়েন্টে। অন্যদিকে, বাংলাদেশ আবার দক্ষিণ আফ্রিকার কাছে অল্প ব্যবধানে হারলেও শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়ে ইতিমধ্যেই ৪ পয়েন্ট অর্জন করে ফেলেছে।

কোনওভাবে শেষ ম্যাচে বাংলাদেশ জিতে গেলেই সুপার-৮’এ পৌঁছে যাবে। এমনকি বৃষ্টিতে বাংলাদেশ-নেপাল ম্যাচ বানচাল হলেও টাইগাররা পা রাখবে শেষ আটে। তখন নেদারল্যান্ডস শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও লাভ হবে না।

তাই বাংলাদেশ চাইবে নিজেদের জয়ের পাশাপাশি শ্রীলঙ্কা যেন নেদারল্যান্ডসকে হারায়। নেপাল যে সহজ প্রতিপক্ষ হবে না, তা শনিবার দক্ষিণ আফ্রিকা ম্যাচেও বোঝা গিয়েছে। তাই শেষ ম্যাচে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। অন্যদিকে, শ্রীলঙ্কা ম্যাচ জিততে নিজেদের উজাড় করে দেবে ডাচ শিবির।

গ্রুপ ডি রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে।

2024-06-15T15:59:11Z dg43tfdfdgfd