FRANCE BEAT BELGIUM: আত্মঘাতী গোল ২-১ ফ্রান্স! ইউরোয় এমবাপেদের ভাগ্য ছুটছে, বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ইউরোর 'সর্বোচ্চ গোলদাতা'-র সুবাদে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স।৮৫ মিনিটে বেলজিয়ামের আত্মঘাতী গোলে ফ্রান্স ইউরোর কোয়ার্টার-ফাইনালে উঠে গিয়েছে। বিশেষত এবার ইউরোয় এখনও পর্যন্ত যে ন'টি আত্মঘাতী গোল হয়েছে, তার মধ্যে দুটি গোলে ফ্রান্সের ভাগ্য ফিরে গিয়েছে। অস্ট্রিয়ার বিরুদ্ধে ফ্রান্স যে ১-০ গোলে জিতেছিল, সেটা এসেছিল আত্মঘাতী গোল থেকেই। আজ কোয়ার্টারেও তাই হল। আসলে এবার ইউরোয় ফ্রান্সের নামে তিনটি গোল থাকলেও একটি মাত্র গোল করেছেন কোনও ফরাসি খেলোয়াড়। প্রথম ম্যাচে সেই গোলটা করেছিলেন কিলিয়ান এমবাপে। 

কোয়ার্টারে কার বিরুদ্ধে খেলবে ফ্রান্স?

ম্যাচটা একেবারেই আহামরি হয়নি। তবে নক-আউট পর্যায়ে এরকম ম্যাচ হওয়াটাই স্বাভাবিক। ফলে তেকাঠিতে মাত্র দুটি শট রেখে কোয়ার্টার পৌঁছে গেলেও ফ্রান্সের কোনও আক্ষেপ নেই। আপাতত কোয়ার্টার-ফাইনালে কাদের বিরুদ্ধে খেলতে হবে, সেটার অপেক্ষায় আছে কিলিয়ান এমবাপেরা। পর্তুগাল এবং স্লোভেনিয়ার মধ্যে যে দল জিতবে, সেই দলের বিরুদ্ধে কোয়ার্টারে নামবে ফ্রান্স। যদি পর্তুগাল জেতে, তাহলে কোয়ার্টারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম এমবাপের মহারণ হবে।

আরও পড়ুন: প্রতারক প্রেমিককে প্রতিশোধ! তাঁরই দেওয়া মেসির সই করা শার্ট বিলিয়ে দিলেন মহিলা

প্রথমার্ধে কেমন খেলা হয়েছে?

প্রথম ৪৫ মিনিটে ম্যাচের উপর ফ্রান্সের আধিপত্য থাকলেও ফাইনাল থার্ডে গিয়ে বেলজিয়ামকে সেভাবে চাপে ফেলতে পারেনি। কিলিয়ান এমবাপে বেলজিয়ামের পেনাল্টি বক্সে ঢুকেও ‘ফাইনাল পাঞ্চ’-টা অধরা ছিল। ১৪ মিনিটে আন্তোনিও গ্রিজম্যানের কর্নার থেকে পেনাল্টি বক্সের মধ্যে থেকেই তেকাঠিতে রাখতে পারেননি ফ্রান্সের অধিনায়ক। তিন মিনিট পরেই আরও একটি সুযোগ করে ফ্রান্স। মার্কাস থুরামের হেডারও লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। জেরেমি ডকু কিছুটা চেষ্টা করলেও বেলজিয়াম সেরকম দাগ কাটতে পারেনি। ০-০ অবস্থায় শেষ হয় ‘বোরিং’ প্রথমার্ধ।

(বিস্তারিত পরে আসছে)

2024-07-01T18:44:03Z dg43tfdfdgfd