RICKY PONTING SLAMS ICC: সেমিফাইনালে পিচ কেলেঙ্কারি আইসিসির! বড় অভিযোগ এনে বিশ্বকাপে তোলপাড় ফেললেন পন্টিং

SA vs AFG: ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি স্টেডিয়ামের পিচে বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে সর্বনিম্ন স্কোরের নজির গড়ে একদম বিধ্বস্ত হয়েছে আফগানিস্তান। আর তার পর থেকেই এই পিচ ক্রিকেট বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এল। বিশ্বকাপের মার্কিন যুক্তরাষ্ট্র পর্বে নিউ ইয়র্ক স্টেডিয়ামের যে পিচ আন্ডার প্রিপেয়ার্ড তা কার্যত স্বীকার করে নিয়েছিল আইসিসি। এমনকি ক্যারিবিয়ান পর্বেও একাধিক ভেন্যুতে ব্যাটিং করা দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছে।

তবে সমস্ত বিতর্ককে ছাড়িয়ে যাচ্ছে প্ৰথম সেমিফাইনালের পিচ। সিম মুভমেন্ট তো বটেই ধারালো অতর্কিত বাউন্স দুই দলের ব্যাটারদেরই তীব্র সমস্যায় ফেলেছে।

পন্টিং সম্প্রচারকারী চ্যানেলে বলেই দিলেন, “একটা আদ্যোপান্ত তরতাজা পিচ সেমিফাইনালে ব্যবহার করা হল। যেখানে অগ্রিম কোনও ধারণাই ছিল না, পিচ কেমন আচরণ করবে। এর আগেও একটা ম্যাচ দেখেছি। ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ম্যাচ। যেখানে ১৪০-১৫০ স্কোরের ম্যাচ হয়েছিল। অন্তত দুই দলের কাছেই ধারণা ছিল পিচ কেমন হতে চলেছে। হ্যাঁ, পিচে বল সুইং করছিল। এটা ঠিক আছে। এটার মোকাবিলা করা যেতেই পারে। কিন্তু বাউন্স এবং সিমের যে বৈচিত্র্য- পিচ কিউরেটর এরকম একটা বড় মুহূর্তে এরকম পরীক্ষা নিরীক্ষা করল! যদিও আমি গ্রাউন্ডসম্যান নই।”

2024-06-27T08:12:44Z dg43tfdfdgfd