VIRENDER SEHWAG ON IND VS PAK: ভারত-পাকিস্তান বারবার বিশ্বকাপে কেন একই গ্রুপে, সুর চড়ালেন এবার শেওয়াগ

Virender Sehwag message to ICC: এবারের টি-২০ বিশ্বকাপ থেকে বাদ চলে গিয়েছে পাকিস্তান। তাতে টুর্নামেন্টের উত্তেজনাটা ভারত উপমহাদেশের বাসিন্দাদের কাছে কিছুটা হলেও হ্রাস পেয়েছে। এবার এই ইস্যুতে আইসিসিকে কটাক্ষ করলেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার বীরেন্দ্র শেওয়াগ।

ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই, সবসময় হাইভোল্টেজ ম্যাচ। ক্রিকেট দুনিয়ায় গোটা উপমহাদেশের যাবতীয় আকর্ষণ, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। এই দুই প্রতিদ্বন্দ্বী দলের কোনও একটা না থাকলে টুর্নামেন্টের উত্তেজনাটাই নষ্ট হয়ে যায়। একথা গোটা ক্রিকেট দুনিয়া বোঝে। আর, তার নিয়ামক আইসিসিরও ব্যাপারটা অজানা নয়। সবচেয়ে বড় কথা, এর পিছনে স্পনসরশিপেরও ব্যাপার আছে।

অথচ, তারপরও আইসিসি বারবার ভারত আর পাকিস্তানকে এক গ্রুপে রাখছে। ২০২১ এবং ২০২২ সালে একই গ্রুপে রেখেছিল। তাতে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে। সেই সব ম্যাচ বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এবারের ম্যাচও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শেওয়াগ মনে করছেন, ভারত বা পাকিস্তান যদি পরবর্তী রাউন্ডে না-উঠতে পারে, সেটা ভেবেই আইসিসি ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখছে। যাতে অন্তত দুই দল গ্রুপের খেলায় অন্তত মুখোমুখি হয়।

এই প্রসঙ্গে ২০০৭-এর উদাহরণও টেনেছেন শেওয়াগ। তিনি বলেছেন, ‘২০০৭ সালে আমরা অর্থাৎ ভারত এবং পাকিস্তান, কেউই দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন করতে পারিনি। আমরা তখন আলাদা দলে ছিলাম।’ দ্বিতীয় রাউন্ডে দুই দল যেতে না পারায়, ওই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি। আর, টুর্নামেন্টের উত্তেজনা হ্রাস পেয়েছিল। এই ইস্যুতে আইসিসিকে শেওয়াগের কটাক্ষ, ‘এবার আইসিসি দুই দলকে আলাদা গ্রুপে রাখবে। আর, সেই গ্রুপে তেমন কোনও দলকে রাখবে না, যারা ভারত বা পাকিস্তানকে হারাতে পারে।’

আরও পড়ুন- একই সঙ্গে কেকেআর, টিম ইন্ডিয়ার হেড কোচ কি হতে পারবেন গম্ভীর! বোর্ডের আসল নিয়ম ফাঁস অবশেষে

এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান যদি অন্তত গ্রুপের রানার্সও হত, আর সুপার ৮ পর্ব উতরোতে পারত, তবে ফের ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু সেটা হয়নি। পাকিস্তান গ্রুপে ভারতের কাছে তো হেরেছেই। এমনকী, নতুন টি-২০ বিশ্বকাপ খেলতে আসা আমেরিকার কাছেও পরাজিত হয়েছে। এখন তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কারণ হিসেবে পাকিস্তান বৃষ্টিকে যাবতীয় দোষ দিচ্ছে। এনিয়ে পাকিস্তান দলকেও কটাক্ষ করেছেন চাঁচাছোলা শেওয়াগ। তিনি বলেছেন, ‘প্রয়োজনীয় রান তুলতে না পেরে পাকিস্তান হেরে গেছে। অযথা বৃষ্টির দোহাই দিয়ে লাভ কী?’

2024-06-16T16:48:03Z dg43tfdfdgfd