INDIA VS AUSTRALIA WEATHER FORECAST : যদি বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ, আদৌ সেমিফাইনালে উঠতে পারবে টিম ইন্ডিয়া?

চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে সোমবার (২৪ জুন) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের দিকে তাকিয়ে এই ম্যাচটা দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও এই ম্যাচের আগে দুই দলের ক্রিকেট সমর্থকই ওয়েদার আপডেটের জন্য অপেক্ষা করছেন। কারণটা বেশ স্পষ্ট। ম্যাচ চলাকালীন রয়েছে বৃষ্টির চোখরাঙানি। এই পরিস্থিতিতে যদি এই ম্যাচটা বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে কোন দল পাবে একস্ট্রা অ্যাডভান্টেজ? আসুন, সেই সমীকরণটা জেনে নেওয়া যাক।

কেমন থাকবে ওয়েদারের হালচাল?

২৪ জুন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি সেন্ট লুসিয়ায় স্থানীয় সময় সকাল সাড়ে দশটা থেকে আয়োজন কর হবে। ভারতীয় সময় অনুসারে এই ম্যাচটা রাত আটটা থেকে শুরু হবে। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই দিন সকালে সেন্ট লুসিয়ায় প্রায় ৫৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এই ম্যাচ চলাকালীনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হলে কোন দল পাবে এক্সট্রা অ্যাডভান্টেজ?

সোমবার দুটো দলই সুপার এইট পর্বে শেষ ম্যাচ খেলতে নামছে। এই পরিস্থিতিতে বৃষ্টির কারণে যদি এই ম্যাচটা ভেস্তে যায়, তাহলে দুটো দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আসন পাকা করে ফেলতে পারবে। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে ওঠার জন্য বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি এই ম্যাচে আফগানিস্তান জিতে যায়, তাহলে এবারের টি-২০ বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়াকে বিদায় নিতে হবে।

দুই দলের স্কোয়াড:

ভারত - রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া - মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়েনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-06-24T04:17:47Z dg43tfdfdgfd