AUS VS BAN: ভারতকে হারিয়ে সেমিতে উঠব, শনিবারে রোহিতদের শনি হয়ে ওঠার হুঙ্কার বাংলাদেশ ক্যাপ্টেনের

ব্যাটিংই তাঁদের হারিয়ে দিচ্ছে। এমনটাই মনে করছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গ্রুপ পর্বে চমক দেখিয়ে সুপার-৮’এ উঠে এসেছিল টাইগার শিবির। তবে প্ৰথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে খাপ খুলতে পারেনি বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে একপেশে ম্যাচে হেরে গিয়েছে বাংলাদেশ। এরপরেই দলের ব্যাটারদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছেন ক্যাপ্টেন শান্ত। ম্যাচের পর শান্ত জানিয়েছেন, “গ্রুপের পরবর্তী দুই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। ওই দুই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু পাওনা রয়েছে। জিততে পারলে আমরা ভালো পজিশনে থাকব। এখন প্রত্যেক ম্যাচেই জেতার জন্য আমরা মাঠে নামব।”

গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত। অস্ট্রেলিয়ার কাছে হারলেও ভারত এবং আফগানিস্তানকে বাকি দুই ম্যাচে হারিয়ে সেমিতে যাওয়ার সুযোগ থাকছে টাইগারদের সামনে।

তবে তাঁর আগে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সরব হচ্ছেন ক্যাপ্টেন। নাজমুল শান্ত বলেছেন, “কন্ডিশনের অনেক ফারাক ছিল। গত ম্যাচে স্পিন এবং সিম হচ্ছিল। এদিন পিচ অনেকটাই ফ্ল্যাট থাকল। ব্যাটিংয়ের জন্য পিচ একদম আদর্শ ছিল। তবে আমরা মোটেই ভালো ব্যাটিং করতে পারিনি। আমাদের ১৬০-১৭০ টার্গেট করা উচিত ছিল।”

“ক্রিকেটার হিসেবে আমাদের মানিয়ে নেওয়া উচিত ছিল। নতুন বলে বিশেষ করে আমরা নিজেদের পরিকল্পনা কার্যকর করতে পারিনি। আর শেষদিকে পাঁচ-ছয় ওভারে প্রত্যাশিত ব্যাটিং করতে পারিনি আমরা। আমরা পরপর উইকেট হারিয়ে ফেললাম। শেষটা ভালো হলে স্কোরবোর্ডে ১৬০-১৭০ উঠে যেত।”

বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা অনেকটাই কমে গিয়েছিল। তবে গ্রুপ অফ ডেথ থেকে বাংলাদেশ শেষমেষ সুপার-৮’এ কোয়ালিফাই করেছে।

তবে দলের ব্যাটিং ব্যর্থতার কোনও জবাব নেই শান্তর কাছে, “আমরা কেন ভালো খেলতে পারছি না, বলা মুশকিল। প্রত্যেকের সেই সক্ষমতা রয়েছে। অতীতে সবাই ভালো পারফর্ম করে নিজেদের প্রমাণ করেছে। কেন আমরা ধারাবাহিকভাবে ব্যাটিং বিভাগে ব্যর্থ হচ্ছি, তার জবাব নেই আমাদের কাছে। প্রত্যেকেরই খোলামনে খেলার স্বাধীনতা রয়েছে। সকলেই সেটা করতে চাইছে। কিন্তু সেটা হয়ে উঠছে না।”

2024-06-21T11:50:09Z dg43tfdfdgfd