VARUN CHAKRAVARTHY INSTAGRAM POST: তরুণদের নিয়ে গড়া স্কোয়াডেও জায়গা নেই KKR চ্যাম্পিয়নের! ক্ষেপে গিয়ে ক্ষোভ ওগড়ালেন সুপারস্টার

KKR star Varun Chakravarthy cryptic post: আইপিএলে দুর্দান্ত খেলেছেন। কেকেআরের জয়ে বারবার বড় অবদান রেখেছেন। তারপরও টি-২০ বিশ্বকাপে ডাক পাননি। সোমবার ঘোষিত জিম্বাবুয়ে সিরিজে সিনিয়র খেলোয়াড়দের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই ডাক পাওয়ার আশা ছিল। কিন্তু, সেটা না পেয়ে বেশ হতাশ আইপিএল তারকা বরুণ চক্রবর্তী। এই হতাশা এবার সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়েছেন বরুণ। তাতে লিখেছেন, ‘আমারও যদি একটা পিআর এজেন্সি থাকত!’

এই পোস্ট বরুণ করেছেন, জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় দল ঘোষণার পরই। জিম্বাবুয়েতে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। নেতৃত্বে শুভমান গিল। এবারের আইপিএলের জয়ী দল কেকেআর থেকে কেবল রিংকু সিং ওই ভারতীয় দলে জায়গা পেয়েছেন। সিরিজ শুরু হচ্ছে ৫ জুলাই। চলতি টি-২০ বিশ্বকাপে যে ভারতীয় দলটা খেলছে, তার মধ্যে ১৩ জনকেই জিম্বাবুয়ে সিরিজে রাখেননি নির্বাচকরা। ধরতে গেলে গিলের দলটাকে ভারতীয় এ টিম বলাই ঠিক।

এমন একটা দলে এবারের আইপিএলে দুর্দান্ত খেলায় বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরাদের মত কেকেআর তারকারা থাকবেন, এমনটাই প্রত্যাশিত ছিল। কিন্তু, সেই প্রত্যাশায় ছাই দিয়ে সোমবার যে দল ঘোষণা করেছেন নির্বাচকরা, তাতে কেকেআর থেকে এবারের আইপিএলে বিশেষ কিছু করতে না পারা রিংকুই কেবল জায়গা পেয়েছেন।

এনিয়ে কেকেআরের বাকি তারকারা টুঁ না করলেও বরুণ নিজের ক্ষোভ গোপন রাখেননি। ইনস্টাগ্রামে মন খুলে ক্ষোভ উগরে দিয়েছেন। বছর ৩২-এর তারকার পিআর না থাকা নিয়ে কটাক্ষভরা পোস্ট তো সবার নজর কেড়েছে। পাশাপাশি কটাক্ষের সুরে তিনি লিখেছেন, ‘হে ঈশ্বর, যা আমি বদলাতে পারি না, তা গ্রহণ করার ক্ষমতা দিয়ে আমাকে শান্তি দিন। যা আমি বদলাতে পারি, তার জন্য আমাকে সাহস দিন। ফারাকটা বোঝার মত বুদ্ধি দিন।’

এবারের আইপিএলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর আইপিএল জিতে নাইটদের ১০ বছরের ট্রফি-খরা ঘুচিয়েছে। আর, সেখানেই দুর্দান্ত পারফরম্যান্স করে রহস্যময় স্পিনারের মর্যাদা পেয়েছেন বরুণ চক্রবর্তী। এবারের আইপিএলে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন। আর, এই কারণেই তিনি জিম্বাবুয়ে সফরে কেন ব্রাত্য থাকলেন, তা বুঝতে পারছেন না নাইটদের দলের এই স্তম্ভ।

আরও পড়ুন- বিশ্বকাপে জায়গা পাননি, বিশ্বকাপের পর তাঁকেই টিম ইন্ডিয়া ক্যাপ্টেন করল জয় শাহের BCCI

সবচেয়ে বড় কথা, জাতীয় দলেও তিনি নতুন নন। অতীতে ভারতীয় দলের হয়ে ৬টি টি-২০ খেলেছেন। দুটি উইকেট নিয়েছেন। শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২১ টি-২০ বিশ্বকাপে। মাঠে তাঁকে নামানো হয়েছিল শক্তিশালী পাকিস্তান, নিউজিল্যান্ডের মত দলের বিরুদ্ধে। সেসব লড়াই অনায়াসে সামলালেও তৎকালীন অধিনায়ক বিরাটের বাহিনীতে আর বরুণের জায়গা হয়নি। বাধ্য হয়ে নিজেকে আইপিএলেই বারবার উজাড় করে দিচ্ছেন এই তারকা। ২০২০ থেকে কেকেআরে খেলছেন। ৮৩টি উইকেট নিয়েছেন। এই পরিসংখ্যানটাই এখন বরুণের কাছে আত্মতৃপ্তির জায়গা।

2024-06-25T03:34:26Z dg43tfdfdgfd