COPA AMERICA 2024: বলিভিয়াকে গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টারে উরুগুয়ে, পানামার কাছে আটকে চাপে USA

কিছুদিন আগেও উরুগুয়ের দলটা ঠিক একই রকম ছিল। শুধু যোগ হয়েছেন একজন। কোচ মার্সেলো বিয়েলসা। উরুগুয়ের রক্ষণে নাপোলির ম্যাথিয়াস অলিভেইরা ও বার্সেলোনার রোনাল্ড আরাহো। মিডফিল্ডে পিএসজির উইগার্টে ও রিয়াল মাদ্রিদের ফেদে ভালভার্দে।স্ট্রাইকার লুইস সুয়ারেজ এখনও বেঞ্চে বসে রয়েছেন। ওই জায়গা ডারউইন নুনিয়েজ খেলছেন। তার সঙ্গে ফরোয়ার্ড লাইনে ২২ বছরের ফাকুন্দে পেলিস্ত্রি ও ২৪ বছরের ম্যাক্সিমিলিয়ানো আরাহো।

আর্জেন্তাইন কোচের অধীনে বদলে যাওয়া তরুণ উরুগুয়ে এবারের কোপা আমেরিকার টপ ফেবারিট। সেটা তারা আরও একবার প্রমাণ করল। কোপা আমেরিকায় উরুগুয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে সেটা তারা আবারও বোঝাল। প্রথম ম্যাচে পানামাকে হারানো পর শুক্রবার, ২৮ জুন বলিভিয়ার বিরুদ্ধে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে মার্সেলো বিয়েলসার দল। এই জয়ের ফলে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে।

আরও পড়ুন… IND vs ENG: বাটলারের বোকামি, রোহিত-সূর্যের ব্যাটিং, অক্ষরে অক্ষরে মেলা বোলিং প্ল্যান, কীভাবে হল ইংরেজ বধ

বলিভিয়াকে ৫-০ গোলে হারাল উরুগুয়ে-

এই ম্যাচটি মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল উরুগুয়ে। প্রথম গোলের জন্যও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ৮ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন তরুণ উইঙ্গার ফ্যাকুন্ডো পেলিস্ট্রি। ম্যাচের ২১ মিনিটে উরুগুয়েকে দ্বিতীয় গোলের আনন্দে ভাসান লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজ। এই দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় উরুগুয়ে। দ্বিতীয়ার্ধ শুরু থেকেই আবারও আক্রমণে যায় উরুগুয়ে। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে বলিভিয়া। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ১২ মিনিটের মধ্যেই তিন গোল করে বড় জয় নিশ্চিত করে উরুগুয়ে। ৭৭ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো উরুগুয়ের হয়ে তৃতীয় গোলটি করেন। এর চার মিনিট পর রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের পা থেকে আসে ম্যাচের চতুর্থ গোল। আর ৮৯ মিনিটে রদ্রিগো বেন্টানকুর উরুগুয়ের হয়ে পঞ্চম গোলটি করেন।

আরও পড়ুন… IND vs ENG: বাটলারের এই ভুল কখনও ক্ষমা করবে না ইংল্যান্ড! এমনটা করলে হয়তো জিততেই পারত

মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১ হারাল পানামা-

কোপা আমেরিকার 'সি' গ্রুপের অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারাল পানামা। তাতে দুই দলেরই কোয়ার্টারে যাওয়ার সুযোগ রয়েছে। মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে ১৮ মিনিটে ওয়েহ লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তার চার মিনিট পরই বালোগুনের গোলে এগিয়ে যায় তারা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। ২৬ মিনিটে ব্ল্যাকম্যান পানামাকে সমতায় ফেরান।

আরও পড়ুন… ভারত ফাইনালে উঠেছে সহ্য হচ্ছে না প্রাক্তন পাক অধিনায়কের! ফের বল বিকৃতি নিয়ে রোহিতদের টার্গেট করলেন ইনজামাম

ম্যাচ শেষে সাত মিনিট আগে ১০ জনের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লিড পায় পানামা। ৮৩তম মিনিটে হোসে ফাজার্ডো গোল করে পানামাকে উল্লাসে ভাসান। তবে ৮৮ মিনিটে পানামাও দশ জনে পরিণত হয়। অ্যাডালবার্তো ক্যারাসকুইলা লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন। শেষ দিকে দশ জনের পানামাকে চেপে ধরেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে গোল করতে পারেনি তারা। ফলে ১-২ গোলে হেরে মাঠ ছাড়ে আমেরিকা।

আরও পড়ুন… IND vs ENG: ওদের ২০-২৫ রান বেশি করতে দিয়েছি, ওরা জয়ের যোগ্য: রোহিতদের কৃতিত্ব দিলেন বাটলার

জমে উঠেছে কোপা আমেরিকা ২০২৪-র গ্রুপ ‘সি’

এই হারের ফলে জমে উঠেছে কোপা আমেরিকা ২০২৪-র গ্রুপ ‘সি’। উরুগুয়ে ইতিমধ্যেই পরের রাউন্ডে পৌঁছে গেলেও, অন্য কোন দল পরের রাউন্ডে উঠবে সেই ছবিটা পরিষ্কার হয়নি। এই লড়াইয়ে পানামার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে। আমেরিকা ও পানামা তিন পয়েন্ট নিয়ে টেবিলে রয়েছে। বলিভিয়া এখনও পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খুলতে পারেনি। এখন লিগে নিজেদের শেষ ম্যাচে যারা এগিয়ে থাকবে তারাই বাজিমাত করবে। তবে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে আমেরিকাকে খেলতে হবে শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে এবং পানামা খেলবে সহজ বলিভিয়ার বিরুদ্ধে।

2024-06-28T05:59:51Z dg43tfdfdgfd