উইম্বলডনের প্রথমেই অঘটন, হেরে ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোউসোভা

শুভব্রত মুখার্জি:- সোমবার থেকে শুরু হয়েছে এই বছরের উইম্বলডনের আসর। আর দ্বিতীয় দিনেই ঘটে গিয়েছে তার সবথেকে বড় অঘটন।‌ গত বছরের চ্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোউসোভা এবারে প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন। তিনি হেরে গিয়েছেন একেবারে স্ট্রেক সেটে। গতবার তিনি অবাছাই হিসেবে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছিলেন। আর এবার প্রথম রাউন্ডেই কার্যত মুখ থুবড়ে পড়লেন। প্রথম সেটে একটু লড়াই করলে ও তিনি দ্বিতীয় সেটে সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি‌। এদিন তিনি মুখোমুখি হয়েছিলেন জেসিকা মানেইরোর। খেলার ফল মার্কেটার বিরুদ্ধে ৬-৪, ৬-২।

আরও পড়ুন… Paris Olympics 2024: পারুল নামবেন দুটি ইভেন্টে, যোগ্যতা অর্জন করলেন নীরজ সহ ১৬ ভারতীয় অ্যাথলিট ও তিনটি রিলে টিম 

এদিন এক লজ্জার নজির গড়েছেন মার্কেটা ভন্দ্রোউসোভা। তিনি ৩০ বছর আগেকার এক লজ্জার নজির স্পর্শ করেছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পরের বছরেই প্রথম রাউন্ডে হেরে যাওয়ার লজ্জার নজির গড়েছেন তিনি। আজ থেকে ৩০ বছর আগে শেষবার জার্মান তারকা স্টেফি গ্রাফের সঙ্গে ঘটেছিল এই ঘটনা। স্টেফি ও সেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ৮৩ নম্বরে রয়েছেন জেসিকা বৌউজাস মানেইরো।তিনি এই বছর উইম্বলডনে নামার আগে মাত্র একটি ট্যুর ম্যাচ জিতেছিলেন। সেই তিনি উইম্বলডনের প্রথম রাউন্ডে নেমেই গতবারের চ্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোউসোভাকে হারিয়ে সকলকে চমকে দিয়েছেন।

আরও পড়ুন… ICC T20I All-rounder Rankings: T20 WC 2024-এ দুরন্ত পারফরমেন্সের ফল, শীর্ষস্থান দখল করলেন হার্দিক পান্ডিয়া

এদিন সেন্টার কোর্টে প্রথম থেকেই ছন্দে ছিলেন ২১ বছর বয়সী মানেইরো। তিনি বেশ ক্লিন হিট করছিলেন প্রতিটা বল। তাঁর শট এবং রিটার্নে এতটাই জোর ছিল যে ফেরানো মুশকিল হচ্ছিল মার্কেটা ভন্দ্রোউসোভার।ফলে মার্কেটার খেলায় বাড়ছিল আনফোর্সড এরর। যার পূর্ণ সুবিধা নেয় মেনেইরো।এই টুর্নামেন্ট শুরুর আগে নিতম্বের চোটে ভুগছিলেন মার্কেটা ভন্দ্রোউসোভা। ফলে তাঁর অনুশীলন ব্যহত হয়‌। এদিন তাঁর খেলাতে এই ছাপ ছিল স্পষ্ট। এই টুর্নামেন্টে ষষ্ঠ বাছাই ছিলেন মার্কেটা ভন্দ্রোউসোভা। তবে তাঁকে প্রথমেই হেরে বিদায় নিতে হচ্ছে।

2024-07-03T11:50:45Z dg43tfdfdgfd