FRENCH OPEN WOMEN'S DOUBLES FINAL: এরানি-পাওলিনির জুটিকে হারিয়ে খেতাব জিতলেন কোকো গফ-ক্যাটেরিনা সিনিয়াকোভা

শুভব্রত মুখার্জি:- চলতি ফরাসি ওপেন প্রায় শেষের পথে। লাল সুড়কির কোর্টে শেষ পর্যায়ের লড়াই লড়ছেন লন টেনিস বিশ্বের তারকারা। এমন আবহে রবিবার মহিলা ডাবলসের ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। মহিলা সিঙ্গেলস বিভাগে হেরে গেলেও ডাবলস বিভাগে বাজিমাত করলেন নবীন তারকা কোকো গফ। ক্যাটেরিনা সিনিয়াকোভাকে সঙ্গী করে মহিলা ডাবলস বিভাগের খেতাব জিতে নিলেন কোকো গফ। মহিলা সিঙ্গেলস বিভাগের সেমিফাইনালে উঠেছিলেন গফ। তবে হেরে যান ইগা শিয়নটেকের কাছে।তবে সিঙ্গেলস বিভাগে হারের হতাশা কিন্তু তিনি কিছুটা হলেও কাটিয়ে উঠলেন ডাবলস বিভাগের খেতাব জয়ের মধ্যে দিয়ে।

আরও পড়ুন… T20 WC 2024 IND vs PAK: টিভি ভাঙার আওয়াজ শুনলাম.....নিউ ইয়র্ক পুলিশকে ট্যাগ করে পাকিস্তানিদের ট্রোল দিল্লি পুলিশের

এদিন তারা মুখোমুখি হয়েছিলেন ইতালির জুটি সারা এরানি এবং জ্যাসমিন পাওলিনির। খেলার ফল গফদের পক্ষে ৭-৬,৬-৩। ডাবলস বিভাগে সিনিয়াকোভা দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড়। এটি তাঁর কেরিয়ারের অষ্টম মহিলা ডাবলস গ্রান্ড স্ল্যাম খেতাব জয়। ডাবলস বিভাগের এই মুহূর্তের অন্যতম সেরা তারকা তিনি। অন্যদিকে কোকো গফের এটি কেরিয়ারে প্রথম ডাবলস খেতাব জয়। ফলে কেরিয়ারে ও এটি অত্যন্ত বড় মাইলস্টোন মুহূর্ত গফের জন্য। মহিলা টেনিস বিভাগে তিনি অন্যতম নবীন তারকা। তাঁর নবীন কেরিয়ারেই তিনি ইতিমধ্যেই তাঁর দুরন্ত টেনিস দিয়ে নজর কেড়েছেন সকলের। তাঁর ডাবলস কেরিয়ারে এদিন এক নয়া অধ্যায়ের সূচনা হল। এদিন ম্যাচে অবশ্য বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিশেষ করে প্রথম সেটে একেবারে সেয়ানে সেয়ানে টক্কর হয়।

আরও পড়ুন… IND vs PAK: এ কেমন পোশাক! বিরাট থেকে বাবর, গেইলের বিশেষ ব্লেজারে সই করলেন দুই দেশের ক্রিকেটাররা

প্রথম সেটের লড়াই যায় টাইব্রেকারে। তাদের সার্ভিসের উপর চাপ বাড়ালে মাথা ঠান্ডা রাখেন গফরা। মাথা ঠান্ডা রেখে গফ এবং সিনিয়াকোভা এদিন প্রথম সেট টাইব্রেকারে বাজিমাত করেন। দ্বিতীয় সেটে গফের দুরন্ত টেনিস এবং সিনিয়াকোভার অভিজ্ঞতাকে কাজে লাগায় এই জুটি। শেষ পর্যন্ত ৬-৩ ফলে এই সেট জেতার পাশাপাশি ম্যাচ জিতে নেয় গফ-সিনিয়কোভা জুটি।ফিলিপ সাঁতিয়ের কোর্টে এদিন ফরাসি ওপেনের পঞ্চম বাছাই জুটি স্ট্রেট সেটেই হারিয়ে দেয় একাদশতম বাছাই জুটিকে।গফের সিঙ্গেলসে খেতাব হাতছাড়া হয়ে যাওয়ার হতাশায় কিছুটা হলেও যেন প্রলেপ পড়ল ডাবলস খেতাব জয়ের মধ্যে দিয়ে।

2024-06-10T08:07:13Z dg43tfdfdgfd