FRENCH OPEN: দুরন্ত ফর্মে রোহন বোপান্না, ম্যাথু এবডেনকে সঙ্গী করে সেমিফাইনালে ভারতীয় তারকা

শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক গেমসের পুরুষ ডাবলস বিভাগে লড়াইতে নামার আগে দুরন্ত ছন্দে রয়েছেন রোহন বোপান্না। ভারতীয় টেনিস তারকা এই ৪৩ বছর বয়সেও দাপিয়ে বেড়াচ্ছেন কোর্ট। যার প্রমাণ ফের একবার পাওয়া গেল চলতি ফরাসি ওপেনে। ফরাসি ওপেনের লাল সুড়কির কোর্টে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় তারকা। আরও একটি গ্রান্ড স্ল্যাম পদক থেকে মাত্র দুই ধাপ দূরে রয়েছেন তিনি। এদিন সঙ্গী ম্যাথু এবডেনকে নিয়েই বিপক্ষের বিরুদ্ধে কার্যত ত্রুটিমুক্ত টেনিস খেলে তাঁরা পৌঁছে গেলেন সেমিফাইনালে।

আরও পড়ুন… T20 WC 2024: ও তো কপিল দেবের মত....শিবম দুবেকে নিয়ে একী বলে বসলেন স্টিফেন ফ্লেমিং

এই বছরে রোলাঁ গারোতে দ্বিতীয় বাছাই জুটি এই ভারতীয় এবং অস্ট্রেলিয়ান জুটি। ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বেলজিয়ামের স্যান্ডার জিলি এবং জোরান ভিজেনের বিরুদ্ধে। ম্যাচে ভারতীয় জুটির পক্ষে ফল ৭-৬(৩),৫-৭,৬-১। সুজান ল্যাঙ্গলান কোর্টে এদিন প্রথম সেটে বোপান্নাদের চাপে ফেলেছিলেন জিলিরা। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়।এরপর টাইব্রেকারে নির্ধারিত হয় সেটের ভাগ্য। টাইব্রেকারে জিতে প্রথম সেটটি জেতেন বোপান্নারা। দ্বিতীয় সেটে সমানে সমানে লড়াই হয়। তবে একেবারে শেষ ভাগে এসে বোপান্না-এবডেন জুটির সার্ভিস ভেঙে এই সেটটি জিতে বাজিমাত করেন জিলিরা। ম্যাচে সমতা ফেরান তাঁরা। দ্বিতীয় সেট হেরে যেন জ্বলে ওঠে ইন্দো -অজি জুটি। তৃতীয় সেটে তাঁরা কার্যত ৬-১ গেমে উড়িয়ে দেয় জিলিদের।ফলে ২-১ সেটে ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করেন তারা।

আরও পড়ুন… IPL 2025-এর আগেই CSK-র মালিক ইন্ডিয়া সিমেন্টস বড় দায়িত্ব দিল অশ্বিনকে! হচ্ছে নাকি ঘরওয়াপসি?

এক ঘণ্টা চার মিনিটের লড়াই শেষে শেষ হাসি হাসেন বোপান্না-এবডেন জুটি। তৃতীয় সেটে বোপান্নারা প্রথমেই বেলজিয়ামের জুটির সার্ভিস ভেঙে এগিয়ে যায়।এরপর আর ম্যাচে পিছনে ফিরে তাকাতে হয়নি তাদেরকে। সেমিফাইনালে ইন্দো-অজি জুটি মুখোমুখি হবে ইতালিয় জুটি সিমোনে বোলেল্লি এবং আন্দ্রিয়া ভাভাসোরি জুটির। তবে সেমিফাইনালে উঠলেও বোপান্নাদের যাত্রাপথ মসৃন ছিল না। প্রথম এবং তৃতীয় রাউন্ডে জিততে তাদের তিন সেটের লড়াই লড়তে হয়। তৃতীয় রাউন্ডে তো সুপার টাইব্রেক জিতে তাঁরা পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেন। স্বদেশীয় এন শ্রীরাম বালাজি এবং ভারেলা মাটিনেজ জুটির বিরুদ্ধে তিন‌ সেটের কঠিন লড়াই লড়তে হয়। উল্লেখ্য প্যারিস অলিম্পিক গেমসে তাঁর সঙ্গী হওয়ার জন্য এই শ্রীরাম বালাজির নাম এআইটিএকে সুপারিশ ইতিমধ্যেই করেছেন।

2024-06-06T03:21:01Z dg43tfdfdgfd