LIONEL MESSI ANNOUNCE HIS LAST CLUB-কোন ক্লাবের হয়ে অবসর নেবেন লিওনেল মেসি? জানিয়ে দিলেন তিনি, মন খারাপ সমর্থকদের

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে বর্তমানে খেলছেন আর্জেন্তাইন রাজপুত্র লিওনেল মেসি। দেশের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক মেসি, ২০২৩ সালেই ছেড়ে দেন পুরনো ক্লাব পিএসজিকে। বিশ্বকাপ জেতার সময় পিএসজিতে থাকলেও, ফ্রান্সকেই ফাইনালে হারানোয় তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়নি পিএসজির তরফে। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবে চলে গেছিলেন মেসি, যদিও জল্পনা ছিল নিজের অবসর নেবেন তিনি কোন ক্লাবের হয়ে? কারণ অতীতে বারবার তাঁর পুরনো ক্লাব বার্সেলোনার তরফ থেকেও দাবি করা হয়েছে, কেরিয়ার শেষে সেখানে ফিরতে পারেন লিও, যদিও বিষয়টি খোলসা করে দিলেন খোদ আর্জেন্তাইন তারকাই। জানিয়ে দিলেন, কোন ক্লাবে খেলে নেবেন তিনি অবসর।

আরও পড়ুন-গৃহযুদ্ধ মার্কিন ক্রিকেটে! জাহাঙ্গিরের শূন্য নিয়ে মস্করা বাদ পড়া ক্রিকেটারের, প্রতিবাদ নাইট প্রাক্তনীর

কোন ক্লাবের হয়ে অবসর নেবেন লিওনেল মেসি?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপের বাইরে সৌদি আরবে খেলতে যাওয়ার পর থেকেই ইউরোপের বাইরের লিগে ফুটবলারদের যোগ দেওয়ার ঝোঁক বাড়ে। অতীতে এমএলসি বা চিন লিগে হাতে গোনা কয়েকজন তারকা যেতেন, কিন্তু সাম্প্রতাককালে মেসি এবং রোনাল্ডোর দৌলতে ব্যাপক জনপ্রীয়তা পেয়েছে মেজর লিগ সকার এবং সৌদি প্রো লিগ। সেখানে এখন বহু তারকাই খেলতে আসছেন, যেমন মেসির সঙ্গেই একই দলের খেলেন তাঁর পুরোনো সতীর্ত লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসরা। এরই মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন এলএমটেন। বলেই ফেললেন, কেরিয়ারের শেষ সময় চলছে এখন।

আরও পড়ুন-‘এভাবে ছিটকে যাওয়া লজ্জার,ফিফার উচিত নজর দেওয়া’! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্টিম্যাচ

এক সাক্ষাৎকারে আর্জেন্তিনার সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি বলছেন,  ‘ইন্টার মিয়ামি আমার শেষ ক্লাব হবে। আমি ফুটবল খেলতে ভালোবাসি, তবে এখনও আরও বেশি উপভোগ করছি কারণ আমি জানি সময় অত্যন্ত কমে আসছে। আমি এখনই ফুটবলকে বিদায় জানাতে তৈরি নই। আমি খেলাটা উপভোগ করি, অনুশীলনের সময়ও বেশ ভালো লাগে। তবে মনের মধ্যে একটা ভয় কাজ করে, কারণ সময় কমে আসছে ’।

আরও পড়ুন-দু নৌকায় পা দিয়ে মোহনবাগানকে ঝুলিয়ে রেখেছেন ম্যাকলারেন, সৌদির দিকে ঝুঁকে!

আটবারের ব্যালন ডি অর জয়ী মেসি বর্তমানে ব্যস্ত রয়েছেন কোপা আমেরিকা নিয়ে। আগামী ২০ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে এই প্রতিযোগিতা, প্রথম ম্যাচেই আর্জেন্তিনার মুখোমুখি হবে কানাডা। গতবার কোপা আমেরিকায় দলকে সাফল্য দেওয়ার পর কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপেও দেশকে চ্যাম্পিয়ন করেন আর্জেন্তাইন তারকা। ৩৬ বছর বয়সী আর্জেন্তাইন অধিনায়ক ভালোই বোঝেন, কখন বুট জোড়া তুলে রাখতে হবে সম্মানের সঙ্গে। সেই জন্যই হয়ত নিজের মনের কথা আর লুকিয়ে রাখলেন না ৮টি ব্যালন ডি অরের মালিক। 

2024-06-13T07:03:27Z dg43tfdfdgfd