SOURAV GANGULY ON VIRAT KOHLI: ফাইনালে ওপেন থেকে সরা উচিত বিরাটের? মুখ খুললেন সৌরভ

চলতি বিশ্বকাপে ফর্মের দিক থেকে কিছুটা নড়বড়ে অবস্থায় রয়েছেন বিরাট কোহলি। তাঁর ব্যাট ক্লিক করছে না, ফলে তিনি ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হচ্ছেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে সাতটা ইনিংসে তিনি মোট ৭৫ রান করেছেন। সর্বোচ্চ রান ৩৭। বিরাট কোহলিকে ওপেন করতে পাঠানোটা কতটা সঠিক সিদ্ধান্ত ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানোর দাবি করেছেন অনেকে। এই পরিস্থিতিতে বিরাট কোহলির হয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এবার বিরাট কোহলি নিজের পরিচিত তিন নম্বর পজিশন ছেড়ে খেলছেন ওপেনে। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে সাফল্য নেই তাঁর ব্যাটে। দলে ফুলটাইম ওপেনার যশস্বী জয়সওয়াল বেঞ্চে বসে থাকলেও তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না।

বিরাটের পাশে সৌরভ

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন, ‘বিরাটের ওপেন করা উচিত। সাত মাস আগে ও একটা বিশ্বকাপ খেলেছে যেখানে ৭০০-র বেশি রান করেছে। ও তো মানুষ। ও ব্যর্থ হয়, এটাকে মেনে নিতে হবে।’ সৌরভ ভারতের বাকি ক্রিকেটার সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে কোহলিকে সমর্থন করেন। তিনি বলেন, ‘কোহলি, সচিন, দ্রাবিড় সবাই ভারতীয় ক্রিকেটের পিলার। কম রানের কয়েকটা ম্যাচ ওর মাহাত্মকে ছোট করতে পারে না। ও ফাইনালে সরানো উচিত হবে না।’

বিরাটের ফর্ম নিয়ে রোহিত শর্মা

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের পর বিরাট কোহলির ফর্ম নিয়ে রোহিত শর্মা জানান যে তিনি বিরাটের উপর ভরসা করছেন। তিনি জানান, ১৫ বছর ধরে ক্রিকেট খেলার পর একজন প্লেয়ারের একটা টুর্নামেন্ট খারাপ যেতেই পারে। তিনি ফাইনালে কোহলির ব্যাট থেকে বড়় ইনিংস আশা করে আছেন যে সেটাও জানান।

বিরাট কোহলির ব্যাট থেকে ফাইনাল ম্যাচে রান আসবে কি না সেটা অবশ্য সময় বলবে, তবে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান ম্যাচে যেই বোলিং করেছে তাতে তারা যে ভারতের ব্যাটিংকে চ্যালেঞ্জের মুখে ফেলবে তা বলাই যায়। অন্যদিকে এখন রানের মধ্যে রয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। রোহিত জানিয়েছেন প্রতিটা প্লেয়ার নিজের দায়িত্ব পালন করলেই আসবে সাফল্য। সেক্ষেত্রে শিবম দুবে একটা বড় ফ্যাক্টর হতে পারেন। কারণ তিনি ধারাবাহিক নন, তিনি রানে ফিরলে সেটা বাড়তি সুবিধা।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-06-29T04:01:04Z dg43tfdfdgfd