USA VS IND ICC T20 WORLD CUP 2024 MATCH REPORT: ব্যাটে সূর্য, বলে অর্শদীপ! পাকিস্তানকে স্বস্তি দিয়ে ভারতের দুর্ধর্ষ জয়! রোহিতরা সরাসরি সুপার-৮’এ

ইউএসএ: ১০৯/৭

ভারত: ১১২/৩

ICC Men’s T20 World Cup 2024 Match Report: সুপার ৮-এ পৌঁছে গেল ভারত। সেই সঙ্গে হাসি ফুটল পাকিস্তানের মুখেও। প্ৰথমে ব্যাট করে লড়াকু ইউএসএ স্কোরবোর্ডে ১০৯ তুলে দিয়েছিল। সেই রান চেজ করে।ভারতকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব এবং শিভম দুবের রানের অপরাজিত পার্টনারশিপ। ভারতের জয় এল হাতে ৭ উইকেট নিয়ে।

লো স্লো সারফেসে ইউএসএ-এ ১০৯ তুলে দেওয়ার পর ভাবা হয়েছিল এই টার্গেটে পৌঁছতে বেগ পেতে হবে ভারতকে। অষ্টম ওভারে ৪৯/৩ হয়ে যাওয়ার পর আশঙ্কার চোরাস্রোত হাজির হয়েছিল। তবে শিভম দুবে (৩৫ বলে ৩১) এবং সূর্যকুমারের (৪৯ বলে ৫০) ব্যাট কোনও অঘটন হতে দেয়নি।

কোহলি আবার-ও ব্যর্থ হলেন। গোল্ডেন ডাক করলেন মহাতারকা। প্ৰথম ওভারেই নেত্রভালকারের আউটসুইংগারে ব্যাট ছুঁইয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। শেষ চার টি২০ ইনিংসে এই নিয়ে কোহলির জোড়া ডাক হয়ে গেল। রোহিতকে ফেরালেন সেই নেত্রভালকার-ই। থমকে আসা বলে আগেই স্ট্রোক নিয়ে ফেলেছিলেন। ঋষভ পন্থ যেমন আগ্রাসী ছন্দে খেলেন জ সেভাবেই খেলছিলেন। একটা বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে টানছিলেন। তবে আলি খানের একটা নিচু হয়ে আসা বল ছিটকে দেয় পন্থের স্ট্যাম্প।

এরপরেই ম্যাচের রাশ ধরে নেন শিভম দুবে এবং সূর্যকুমার যাদব। দুজনেই ধীর গতির সতর্ক ইনিংস খেলছিলেন। মাঝে ইউএসএ বোলাররা টাইট লাইন লেন্থে বোলিং করে চাপে ফেলে দিয়েছিলেন ভারতীয় ব্যাটারদের। আস্কিং রেট উঠে গিয়েছিল ৭-এর ওপর।

তবে নিজেদের অভিজ্ঞতা দিয়ে সেই কঠিন সময় পার করে দেন দুজনে। ইনিংসের শেষদিকে দুজনেই স্বমূর্তি ধরেন। ১০ বল বাকি থাকতেই ভারত নির্দ্বিধায় পেরিয়ে যায় চ্যালেঞ্জ। সূর্যকুমার অবশ্য জীবন পেয়েছেন একবার।

তার আগে ইউএসএ-র হয়ে রান পেয়েছেন নীতিশ কুমার (২৭), স্টিভেন টেলররা। অর্শদীপ সিং প্ৰথম ওভারেই দুই উইকেট সহ মোট ৪ উইকেট তুললেন ৯ রানের বিনিময়ে। হার্দিক পান্ডিয়াও নেন ২ উইকেট। বুমরা-সিরাজ অবশ্য অনেকটাই নিষ্প্রভ ছিলেন।

2024-06-12T18:18:00Z dg43tfdfdgfd