IND VS PAK PLAYING 11: টসে হারল ভারত! বড় ঘোষণায় প্ৰথম এগারো জানিয়ে দিলেন রোহিত, রইল চমক

ICC T20 World Cup 2024 Match 19, India vs Pakistan Playing XI: টসে জিতল পাকিস্তান। সকাল থেকেই মেঘলা ওয়েদার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। টস শুরুর আধঘন্টা আগে থেকেই ঝিরিঝিরি বৃষ্টি কাঁপুনি ধরিয়েছিল ক্রিকেট বিশ্বের। তবে শেষ পর্যন্ত বৃষ্টি থামতেই শুরু হচ্ছে খেলা। দুই দফায় মাঠ পরিদর্শনের পর ম্যাচের বিষয়ে সবুজ সংকেত দেন আধিকারিকরা।

ম্যাচ অবশ্য আধঘন্টা পিছিয়ে গেল। টস হল ভারতীয় সময় অনুযায়ী আটটায়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

ভারত পাকিস্তান ম্যাচে তাঁদের।চেনা নেমেসিস কুলদীপ যাদবকে নামায় কিনা, সেদিকে নজর ছিল। তবে টসের সময় রোহিত জানালেন তাঁরা আয়ারল্যান্ডের ম্যাচের একাদশই খেলাতে চলেছেন। অর্থাৎ কুলদীপকে এবার ডাগ আউটেই বসতে হচ্ছে।

ভারতের প্ৰথম একাদশ

রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং

2024-06-09T14:50:58Z dg43tfdfdgfd