SURESH RAINA- SHAHID AFRIDI: বিশ্বকাপে মোহালি ম্যাচের কথা মনে আছে… আফ্রিদির নাম শুনেই পাক সাংবাদিককে লজ্জায় ফেললেন রায়না

Suresh Raina taunts Pakistan Journalist: বিশ্বকাপে মোহালি ম্যাচের কথা মনে আছে? আফ্রিদির নাম শুনেই পাক সাংবাদিককে লজ্জায় ফেললেন সুরেশ রায়না। ভারতীয় ক্রিকেট তারকা তথা বর্তমান ধারাভাষ্যকার রায়না পাকিস্তানের ওই সাংবাদিককে ২০১১ সালে ভারতে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের কথা মনে করিয়ে দিতে চেয়েছেন।

এই বিতর্কের সূত্রপাত হয় শুক্রবার। পাকিস্তানের কিংবদন্তি শহিদ আফ্রিদিকে আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ অ্যাম্বাসেডরদের স্টার-স্টেড রোস্টারে সর্বশেষ নাম হিসেবে ঘোষণা করে। এই তালিকায় আছেন যুবরাজ সিং, ক্রিস গেইল, উসেইন বোল্টও। প্রাক্তন অলরাউন্ডার আফ্রিদি ছয়টি টি-২০ বিশ্বকাপ খেলেছেন। তার মধ্যে দু’টিতে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছিলেন। ২০০৯ সালে তাঁর নেতৃত্বে দল শিরোপা জিতেছিল। পাশাপাশি, লর্ডস ফাইনালে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন।

এই ঘোষণার পরে, পাকিস্তানের একজন সাংবাদিক পোস্টে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকে X-এ ট্যাগ করে টুইট করেছে, ‘আইসিসি শহিদ আফ্রিদিকে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর অ্যাম্বাসেডর হিসেবে নথিভুক্ত করেছে। হ্যালো সুরেশ রায়না?’ জবাবে রায়না লিখেছেন, ‘আমি আইসিসির অ্যাম্বাসেডর নই। তবে ২০১১ সালের বিশ্বকাপ আমার বাড়িতে আছে। মোহালিতে খেলা মনে আছে? আশা করি, এটা আপনাকে বেশ কিছু স্মৃতি ফিরিয়ে দেবে।’ মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে ২০১১ একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে রায়না অপরাজিত ৩৬ করেছিলেন। সেই ম্যাচে আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান ২৯ রানে হেরেছিল। পালটা টুইটে রায়না সেটাই পাকিস্তানের ওই সাংবাদিককে মনে করিয়ে দিতে চেয়েছেন।

এবারের টি-২০ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় ১ জুন থেকে শুরু হবে। বিশ্বের ২০টি দল নয়টি এলাকায় ৫৫টি ম্যাচ খেলবে। ২৯ জুন বার্বাডোজে ফাইনাল দিয়ে শেষ হবে। এটাই আপাতত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতা হতে চলেছে। এই টুর্নামেন্টে ভারত ৫ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে। ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। টুর্নামেন্টে গ্রুপ এ-তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাও।

আরও পড়ুন- USA-র মাঠে ফেসিলিটি পাইনি! যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারতেই বিস্ফোরক অজুহাত সাকিবের

অবশ্য, ভারতীয় খেলোয়াড়দের অনেকেই বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত। সেই জন্য এখনও নিউইয়র্কে বিশ্বকাপের পথে রওনা হতে পারেনি। ২৫ মে রওনা হবে। ভারতের নেতৃত্ব দেবেন অধিনায়ক রোহিত শর্মা। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। দলে আছেন বিরাট কোহলিও। টি-২০ বিশ্বকাপে নামার আগে ভারত ১ জুন নিউইয়র্কে বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে।

2024-05-24T13:49:01Z dg43tfdfdgfd