ARGENTINA VS CANADA| COPA AMERICA 2024: গোল করালেন মেসি, কোপা আমেরিকায় কানাডাকে ২-০ হারাল আর্জেন্টিনা

Argentina Vs Canada| Copa America 2024: দ্বিতীয়ার্ধে গোল করার দুটি সুযোগ হাতছাড়া করে মেসি। তাহলে আরও গোল খেতে পারত কানাডা  

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডাকে খুব সহজেই হারাল লিওনেল মেসির আর্জেন্টিনা। নিজে গোল না করতে পারলেও কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খোলার রেকর্ড গড়ে ফেললেন মেসি। আর্জেন্টিনা জিতল ২-০ গোলে। গোল করেন জুলিয়ান আলভারেজ ও লাউটারো মার্টিনেজ। দুটি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে।

আরও পড়ুন-'লক্ষ্মণরেখা'ই টানছে বিসিসিআই! কোচে হিসেবে চেনা মুখেই আস্থা! চলে এল বিরাট আপডেট

মার্কিন যুক্তরাষ্ট্রের আটলাান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে আর্জেন্টিনাকে ঠেকিয়ে রাখে কানাডা। আর্জেন্টিনা একাধিকবার আক্রমণে গেলেও কানাডার গোলের মুখ খুলতে পারেনি। খেলার দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে কানাডার বক্সের মধ্যে লিওনেল মেসি একটি পাস বাড়ান আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। কানাডা গোলকিপার তাঁকে রোখার আগেই ডান প্রান্তে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে পাস বাড়িয়ে দেন ম্যাক অ্যালিস্টার। ডান পায়ের দুর্দান্ত শর্টে গোল করে আর্জেন্টিনাকে ১ গোলের এগিয়ে দেন আলভারেজ।

খেলার দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আক্রমণের কাছে কিছুটা গুটিয়ে যা কানাডা। খেলার ৮৮ মিনিটে মেসির পাস থেকে আসে আর্জেন্টিনার দ্বিতীয় গোল। মেসির পাস থেকে বল ধরে গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাউটারো মার্টিনেজ। তবে দ্বিতীয়ার্ধে গোল করার দুটি সুযোগ হাতছাড়া করে মেসি। তাহলে আরও গোল খেতে পারত কানাডা।

সবিস্তারে আসছে......

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

2024-06-21T03:05:26Z dg43tfdfdgfd