লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের সূচিতে ঐতিহাসিক বদল, প্রথম সপ্তাহেই হবে অ্যাথলেটিক্স

অলিম্পিক গেমসের ইতিহাসে এতদিন পর্যন্ত প্রথা মেনে যে সূচি তৈরি হত, তাতে অ্যাথলেটিক্সের যে ইভেন্ট থাকত, তা সাধারণ ভাবে আয়োজন করা হত গেমসের একেবারে শেষ সপ্তাহে। দশকের পর দশক ধরে এই রীতি মেনেই আয়োজন করা হয়েছে গেমসে। তবে প্যারিস অলিম্পিক গেমস শুরুর কয়েক সপ্তাহ আগে এক ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস, প্যারালিম্পিক গেমস আয়োজক কমিটি এবং বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার তরফে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে প্রচলিত রীতি থেকে সরে এসে ঐতিহাসিক পরিবর্তন করা হয়েছে সূচিতে। শেষ সপ্তাহে নয়, লস অ্যাঞ্জেলেস গেমসে প্রথম সপ্তাহে বসবে অ্যাথলেটিক্সের আসর।

আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে নিজের ১৪ বছর আগের রেকর্ড ছুঁলেন রোহিত, ICC T20 WC-এ গড়লেন বাউন্ডারি মারার নজিরও

আইকনিক এলএ মেমোরিয়াল কলিজিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৮ গেমসের অ্যাথলেটিক্স বিভাগের সমস্ত প্রতিযোগিতা। এই স্টেডিয়ামও ইতিহাস গড়বে ২০২৮ সালে। প্রথম স্টেডিয়াম হিসেবে তিন তিনটি অলিম্পিক গেমসের আসর আয়োজনের কৃতিত্ব গড়বে এই গেমস। অ্যাথলিটদের পাশাপাশি দর্শকদের নয়া অভিজ্ঞতা উপহার দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্সের সভাপতি সেবাস্তিয়ান কো জানিয়েছেন, ‘এলএ ২৮-এর সূচিতে যে ঐতিহাসিক পরিবর্তন করা হয়েছে তাতে আমি উচ্ছ্বসিত। এই পরিবর্তন একটা জিনিস বুঝিয়ে দেয় যে, খেলাটার উন্নয়নের প্রতি আমরা কতটা নিষ্ঠাবান। বিশ্বে আমাদের অ্যাথলিটদের প্রোফাইলকে আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেমসের প্রথম সপ্তাহে অ্যাথলেটিক্সকে আয়োজন করার মধ্যে দিয়ে গেমসের আমরা এক অনবদ্য শুরু উপহার দিতে চাই। বিশ্বের দর্শকদের জন্য এক অনবদ্য অলিম্পিক জার্নি আমরা উপহার হিসেবে দিতে চাই।’

আরও পড়ুন: স্টার্ককে পিটিয়ে ছাতু করে এক ওভারে ২৯ রান নিলেন রোহিত, লজ্জার তালিকায় নাম উঠল তারকা অজি পেসারের

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে এই সূচি পরিবর্তনের ফলে সাঁতার প্রতিযোগিতাকে দ্বিতীয় সপ্তাহে মুভ করা হয়েছে। ফলে গেমসের আগে প্রোমোশনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে ক্রীড়াবিদদের। তবে ঐতিহাসিক ম্যারাথন ইভেন্টটি শেষ সপ্তাহের সপ্তাহান্তে অনুষ্ঠিত হবে। আর এর পুরস্কার দেওয়া হবে সমাপ্তি অনুষ্ঠানের (ক্লোজিং সেরেমনির) আগে। ১৪ জুলাই থেকে শুরু হবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস। চলবে ৩০ জুলাই পর্যন্ত। ২০০ টি দেশের থেকে ১০,০০০-এর উপর অ্যাথলিট উপস্থিত হবেন এই গেমসে। রয়েছে ৩৫টি স্পোর্টিং ইভেন্ট। এই নিয়ে তৃতীয় বার অলিম্পিক গেমসের আয়োজন করবে আমেরিকার শহর লস অ্যাঞ্জেলেস। ১৯৩২ সালে তারা প্রথম বার অলিম্পিক্সের আয়োজন করেছিল। এর পর ১৯৮৪ সালে দ্বিতীয় বার তারা ফের একবার গেমসের আয়োজন করে। ২০২৮ সালে তৃতীয় বারের মতন গেমসের আয়োজন করতে চলেছে তারা।

2024-06-25T04:32:58Z dg43tfdfdgfd