COPA AMERICA 2024: আর্জেন্তিনার পরবর্তী ম্যাচে নেই মেসি! পেরুর বিরুদ্ধে বিশ্রামে LM10

শুভব্রত মুখার্জি:- ২০২৪ সালের কোপা আমেরিকার লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবারের আসর বসেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। যেখানে গতবারের চ্যাম্পিয়ন দল আর্জেন্তিনা ইতিমধ্যেই গ্রুপ পর্বে তাদের দুটি ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচে তারা কানাডাকে হারিয়েছে ২-০ গোলে।দ্বিতীয় ম্যাচে তারা চিলিকে হারিয়েছে ১-০ গোলে। তাদের তৃতীয় ম্যাচ রয়েছে পেরুর বিরুদ্ধে।এই ম্যাচে তাদের কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে ছাড়াই তারা মাঠে নামতে পারে বলে খবর। সবেমাত্র ৩৭ বছর বয়সে পা দিয়েছেন তারকা ফুটবলার। আর তাই তাঁকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে আর্জেন্তিনা টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন… IND vs ENG Semi Final: T20 WC 2024 -এ কি ২০২২ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে? কী বললেন ইংল্যান্ডের কোচ

লিওনেল মেসির থাইতে হাল্কা চোট রয়েছে। ফলে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্তিনা দল। ইতিমধ্যেই পরের রাউন্ডে চলে গিয়েছে আর্জেন্তিনা দল। ফলে তাদের কাছে পেরু ম্যাচের গুরুত্ব ও অনেকটাই কম। এই ম্যাচে তাই আর মেসিকে খেলিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। এদিন‌ চিলির বিপক্ষে ম্যাচ চলাকালীন মেসির সমস্যা হয়‌। তাঁকে মাঠেই চিকিৎসকদের সাহায্য নিতে হয়। যদিও এরপরে ও পুরো ম্যাচ খেলেছেন মেসি। ৯০ মিনিট তিনি ছিলেন মাঠে। ম্যাচে দূরপাল্লার একটি দুরন্ত শটে প্রায় অনবদ্য একটি গোল ও করে ফেলেছিলেন তিনি। যদিও বল পোস্টে লেগে বাইরে চলে যায়। এরপরেও অবশ্য আর্জেন্তিনার একাধিক আক্রমণাত্মক মুভে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেহেতু আর্জেন্তিনা পরের রাউন্ডে ইতিমধ্যেই কোয়ালিফাই করে গিয়েছে তাই টিম ম্যানেজমেন্ট মেসিকে এই ম্যাচে বিশ্রাম দিতে চাইছে যাতে তাঁর থাইয়ের চোট সেরে যায় এই সময়ে।

আরও পড়ুন… T20 WC 2024-এ শ্রীলঙ্কার হতাশাজনক পারফরমেন্স, পদত্যাগ করলেন দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড

প্রসঙ্গত আর্জেন্তিনা গতবারের চ্যাম্পিয়ন দল। ফাইনালে তারা হারিয়েছিল ব্রাজিলকে। গ্রুপ-এ'তে তারা রয়েছে শীর্ষে। দুই ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৬।চিলিকে তারা একেবারে শেষ মুহূর্তের লাউতারো মার্টিনেজের করা গোলে হারিয়েছেন এদিন। উল্লেখ্য ২০১৬ সালের কোপা ফাইনালে এই চিলির কাছেই হারতে হয়েছিল আর্জেন্তিনা দলকে।তাদের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা। তারা পেরুকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। যদিও পেরু ম্যাচে মেসিকে দল বিশ্রাম দেবে কিনা সেই বিষয়ে কোনরকম কোন কমেন্ট করেননি আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি।

2024-06-27T10:56:35Z dg43tfdfdgfd