রোহিত-বিরাটের অবসরের পর টিম ইন্ডিয়ার ওপেন করবেন কারা? নজরে দুই ক্রিকেটার

২০২৪ টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার সমর্থকরা আপাতত উচ্ছ্বাসের জোয়ারে ভাসতে শুরু করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের ক্ষতে কিছুটা হলেও স্বস্তির প্রলেপ পড়েছে। গোটা দেশ জুড়ে আপাতত টিম ইন্ডিয়ার এই জয় সেলিব্রেট করা হচ্ছে।

ইতিমধ্যে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তাঁদের এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট সমর্থকদের যে হতবাক করেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এই পরিস্থিতিতে ক্রিকেট সমর্থকদের মনে একটা প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর কারা টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামবেন? আসুন, এই প্রশ্নের উত্তর আপাতত খুঁজে নেওয়া যাক।

শুভমান গিল

আপাতত শুভমান গিলের বয়স ২৪ বছর। পঞ্জাবের ফিরোজপুরের এই ডানহাতি ব্যাটার ওপেন করতে ভালোবাসেন। শুভমান গিল টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি ১৪৭.৫৭ স্ট্রাইক রেটে মোট ৩৩৫ রান করেছেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুভমান অপরাজিত ১২৬ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছেন। পাশাপাশি তিনি ১৪ ম্যাচে ৩১টি বাউন্ডারি এবং ১৬টি ছক্কা হাঁকিয়েছেন। পাশাপাশি শুভমান এখনও পর্যন্ত ৪৪টি একদিনের ম্যাচ খেলেছেন। ১০৩ স্ট্রাইক রেটে তিনি ২,২৭১ রান করেছেন। একদিনের ক্রিকেটে শুভমান ছ'টি সেঞ্চুরি এবং ১৩টি হাফসেঞ্চুরি করেছেন।

যশস্বী জয়সওয়াল

যশস্ব জয়সওয়াল আপাতত ২২ বছর বয়সে পা রেখেছেন। টিম ইন্ডিয়ার হয়ে তিনি এখনও পর্যন্ত ১৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি ১৬১.৯৩ স্ট্রাইক রেটে মোট ৫০২ রান করেছেন। টি-২০ ক্রিকেটে যশস্বীর সর্বাধিক স্কোর ১০০ রান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি একটি সেঞ্চুরি এবং চারটে হাফ সেঞ্চুরি করেছেন। পাশাপাশি তিনি ১৭ ম্যাচে ৫৫টি বাউন্ডারি এবং ২৮টি ছক্কা হাঁকিয়েছেন। টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াডে যশস্বী এখনও জায়গা করে নিতে পারেননি। যদিও ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে তিনি ৯ টেস্ট ম্যাচ খেলেছেন। এরমধ্যে ৭০-এর স্ট্রাইক রেটে মোট ১,০২৮ রান করেন। টেস্ট ক্রিকেটে তাঁর নামের পাশে তিনটে শতরান এবং চারটে হাফসেঞ্চুরি উজ্জ্বল হয়ে রয়েছে। তাঁর ব্যক্তিগত সর্বাধিক স্কোর অপরাজিত ২১৪ রান। আশা করা হচ্ছে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির জায়গায় শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল টিম ইন্ডিয়ার হয়ে ২০ ওভারের ফরম্যাটে ওপেন করতে পারেন।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-06-30T16:52:14Z dg43tfdfdgfd